আমাদের কথা খুঁজে নিন

   

রিভিউ ব্লগ : ওয়ালটন প্রিমো আর ১!!!

টেলিকম নিউজ আর্কাইভ !! : যারা আমাদের দেশের বাজেট স্মার্টফোন বাজার সম্পর্কে খোঁজখবর রাখেন, তারা ইতিমধ্যেই ওয়ালটনের নতুন. স্মার্টফোন. সম্পর্কে জেনেগেছেন! যারা জানেনা তাদের. জন্য. বলছি, ওয়ালটন প্রিমো র ভালো বেচাকেনা হওয়ার কারণে ওয়ালটন কোমড়ে গামছা বাইন্ধা স্মার্টফোন ব্যাবসায় নামছে!! . তারই. ধারাবাহিকতায় গত দেড় মাসে তারা৪ টা স্মার্টফোন. ফোন বাজারে ছেড়েছে!! গতবছর. প্রথম যখন শুনি, ওয়ালটনের অ্যান্ডয়েড. ফোন বাজারে ছেড়েছে, তখন প্রথম আমার মাথায় যেইকথাটা আসল, ওয়ালটন করবে স্মার্টফোনের ব্যবসা?!!! কস্কি ??? যাইহোক, গতবছরের শুরুতেও আমাদের দেশে বাজেট স্মার্টফোন বলে কোন কিছু ছিল না, যেইসব প্রতিস্টান এগুলোর বাজারজাত করছে, তাদের আসলেই. ধন্যবাদ দেয়া উচিত, না হলে আমাদের মতো কিপ্টা ক্রেতাদের কাছে সকল ফিচার সাপোর্ট করে এইরকম অ্যান্ডয়েড স্মার্টফোন স্বপ্নই থেকে যেতো!!! তবে ওয়ালটনের কারণে সিম্ফোণীকে এখন. ********** কম্পানি মনে হয় (দুঃখিত!! ) নতুন আসা ফোনগুলোর আর ১ এর দামই সবচেয়ে বেশী ১৩৯৯০ টাকা! প্রথমেই বাঁকা-ত্যাড়া ছবি???!!!! Click This Link (আমি আর আপ করলাম. না ! ) যারা স্পেসিফিকেইশন জানেন না তাদের জন্য অরিজিনাল. ডিটেইলস ডিজাইন : ডিজাইন একেকজনের কাছে একেকরকম. লাগতে পারে!! তবে, একটা কথা বলাই. যায়, যেহেতু সেটের. রং সাদা, তাই. দূর থেকে ব্যান্ডেড সেট হিসেবে পার্ট. নেয়াই যায়, কি বলেন? টাচস্ক্রীন : আর১ এর টাচ যথেষ্ট স্মূদ! এর. টাচ. জি ১ থেকে অনেক. ভাল! মেলায় যারাই একত্রে সেট দুটিকে দেখেছেন, তারা নিশ্চয়ই. ব্যাপারটা লক্ষ্য করেছেন। ৪" আইপিএস ডিসপ্লে এখনকার সময়ে কিছুটা ছোট. হলেও, ভালই কাজের! হোমস্কীন এবং মেনু ঞ ফোন : ফোন হিসেবে এখন পযন্ত. কোন. সমস্যা পাই. নাই.। নরমালভাবেই ভয়েসকল,ভিডিওকল করা যাচ্ছে। ডায়ালপ্যাড (নিচে ডানপাশের কী টাই ভিডিওকল কী) ম্যাসেজিং : অন্যান্য. আইসিএস সেটের মতোই, তবে আপনি চাইলে মায়াবী দিয়ে বাংলায় ও লিখতে পারেন। ইন্টারনেট : অ্যান্ডয়েডের প্রাণ. হলো ইন্টারনেট! সেট থেকে ইন্টারনেট চালানোর অভিগ্গতা এক কথায় অসাধারণ! এই ২৭ দিনে ৩৮ জিবি : -B খাওয়া হয়ে গেছে! আরেকটা বিষয়. প্রিমোতে ডুয়েল সিম রেখে ইন্টারনেটে গেলে একটি সিম অফলাইনে চলে যায়, আর ১এ এই ধরনের. কোন. সমস্যা নেই।

ব্যাটারি : আর১. এর একটা দুব্বল. পয়েন্ট. বলা যায় এর ব্যাটারী! ১৫০০ এমএএইচ, সেটের. কনফিগারেশনের তুলনায় কমই! নরমালী ৭-৮ ঘন্টা যাবে! আমি অবশ্য একটানা ব্যাবহারে সাড়ে তিন ঘন্টার ও বেশী পাই! তারপর ১৫% ওয়ান দেয়। যদিও. নিচের. অ্যাপটা অন্যকথা বলছে !! ক্যামেরা : মেইন ক্যামেরা ৮ মেগা, তবে সেটিং থেকে ১২ মেগা করা যায়। ৭২০পি ভিডিও রেকর্ডিং করা যায়। সাথে ভিজিএ. ফন্ট. ফেইস. ক্যামেরা, এইখানে আরেকটা বলে রাখি, আর ১এ ৭২০পি এবং ১০৮০পি ভিডিও বিনাবাধায় চালানো যায়! এইপোস্টির জন্য. সকল ছবিই আর ১থেকে তুলেছিলাম,কিন্তু একটা ছাড়া বাকীগুলো আপলোড. হলো না আর ১এর ক্যামেরায় তোলা গেমিং : আর ১এর গেমিং রেসপন্স দেখে আমি নিজেই. টাস্কি খেয়েছি! এই গেমটির সাইজ ৬৫০এমবি [img|http://ciu.somewherein.net/ciu/image/105875/small/?token_id=809096f387d0ef6da02196ffc0566f1f র্যম /রম :আর ১এ ৫১২ র্যম ও ৪ জিবি রম দেওয়া হয়েছে। তারমধ্যে ব্যাবহার করা যাচছে [img|http://ciu.somewherein.net/ciu/image/99814/small/?token_id=0e34988e63001df71253f18bdf8b1c39 বেন্চমাক্ স্কোর ভালই!! তবে আমার কাছে এইসেট পছন্দের অন্যতম কারন হলো এর 1.2 গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর!! সমস্যা : এতোক্ষনতো ভালই গুনগান করলাম!! এই বার সমস্যায় আসি , ২৭ দিন ধরে ব্যাবহারের পর এখন পযন্ত একটা সমস্যা পাইছি, যদিও বড়সড়. না !! সমস্যাটা হল লাউডস্পিকারে!! আমার কাছে লাউডস্পিকারের শব্দের জোর কম. মনে হয়েছে! এছাড়া আর কোন. সমস্যা আপাতত. পাই. নাই ২।

অনেকের কাছে হয়তো ব্যাটারী ব্যাকআপটা সমস্যা মনে হতে পারে, তাই ওয়ালটনের উচিত ছিলো ব্যাটারীটা আরো পাওয়ারফুল দেওয়া! তবে আমি চিন্তা করেছি কয়েকদিনের মধ্যেই একহালি সাঙ্গপাঙ্গের(ব্যাটারির) জন্য খোঁজ দ্যা সার্চ. চালাবো !!! সাবধানতা: ১। ওয়ালটনের যেকোনো সেট সবসময় ওদের শোরুম. অথবা ডিসপ্লে সেন্টার থেকে কেনা উচিত, তবে বাটে পড়লে অন্য কথা ২। খুচরা দোকান থেকে কেনার ক্ষেত্রে, যদি দাম বেশী চায় অথবা ফ্রী জিনিসগুলো না দেয়, তবে ঐখান থেকে সেট না কেনাই ভালো!! যেমন আমাদের কোন এক ব্লগার কিছুদিন আগে প্রাইমারি মডেল প্রিমো কিনেছেন ৮০০০দিয়ে এবং তাকে মেমরীও দেয়নাই!! (তার অবস্থানে আমি হলে মোটেই. সেটটা নিতাম না!! ), মানে বেচারি ৮১০ টাকা লস খেয়েছি!! সাথে আরেকটা বড় ব্যাপার. থেকেই. যায়! (ইচ্ছা করেই. বল্লাম না! ) ৩। সেট কেনার পর খুচরা ১০-২০ টাকা অব্যশই চেয়ে নিবেন!! কিনবেন কি কিনবেন না, এই ব্যাপারে একটা কথাই বলব, অনেকদিন. আগে লুকাসের একটা চিকা দেখেছিলাম,! সেইটাই বলই, "আপনার. সম্পদ, তাই. আপনার সিদ্ধান্ত "!! আর কিছু বাদ পড়ল নাকি? ও আচ্ছা, জিপিএস সহ অন্যান্য অ্যাপ একদম ওকে! আর সবচেয়ে বড়কথা হলো এই পুরো পোষ্টা এটুজেড. আর ১ থেকে করা ! ©কস্কি'স আর_ওয়ান _প্রোডাকশন. .০। ৯! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.