আমাদের কথা খুঁজে নিন

   

ইন্দুরের গায়ে টাইগারের লেবেল

আমার চাতক চোখে তুমি হবে দূরের আকাশ...

চিরাচরিত নিয়ম অনুযায়ী বাঙালী আজো আত্ম বিসর্জন দিতে ভুল করেনি। কোরবানী ঈদের মত নিজেদেরকে কোরবান করে দিল বাংলাদেশী ব্যাটসম্যানরা নিজেদেরকে সাউথ আফ্রিকান বোলারদের জন্য। গত ২৫শে ফেব্রুয়ারী একই শিরোনামে একটি পোষ্ট দিয়েছিলাম (( Click This Link )) বাংলাদেশী প্লেয়ারদেরকে ইন্দুর বলায় অনেকের হয়তবা বিশ্বাস হয়নি। বাট আমার কথা প্রমাণ করার জন্য মনে হয় আজকের খেলাটা যারা দেখেছেন তাদের মনে আর কোন সন্দেহ নেই। দেশের মানুষ ভাত না পাইলেও প্লেয়ারদের বাজেট ঠিকই কিন্তু সরকার দিচ্ছে।

কারণ তারা মানুষের মনে একটু আনন্দ দেবে, বয়ে আনবে জাতির জন্য গৌরব। অন্য দেশ থেকে গৌরব বয়ে আনা তো দূরের কথা উঠোন থেকে গৌরব কেড়ে নিয়ে গেল। আর ঐ শালা গুলান চাহিয়া চাহিয়া দেখলো। (২) ৮৫ রানের টার্গেট হেইডাও পুরো করতে পারলো না। জিতার পর বিভিন্ন শ্লোগান তো আমরা বাঙালীরা দেই।

আর হারার পর দেই না তবে যদি নিম্নোক্ত শূণ্যস্থান পূরণ করতে বলা হয় তয় সবাই শূনস্থানটি পূর্ণ করতে পারবে। ১। শাকিবের দুই গালে ..... তালে তালে ২। তামিমের দুই গালে ..... তালে তালে ৩। আশরাফুলের দুই গালে ..... তালে তালে ৪।

নাফিসের দুই গালে ..... তালে তালে ৫। রকিবুলের দুই গালে ..... তালে তালে ৬। টাইগারগো দুই গালে ..... তালে তালে। শূন্যস্থানডা পূরণ কইরা জলদি পাঠান। আপনাকো আরেকটা হারের সুসংবাদ দেয়া হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।