আমাদের কথা খুঁজে নিন

   

দ. আফ্রিকার সঙ্গে বিপর্যয় বাংলাদেশ ক্রিকেট দল!! এজন্য হতাশ হওয়ার কারণ নেই!

উড়ে যাই, উড়ে যাই, উড়ে উড়ে যাই. . .

আজকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলায় মরণ যেখানে কামনা ছিল, সেখানে সে জায়গায় জয় না হয়ে মরণই হয়েছে। কোয়ার্টার ফাইনালের স্বপ্ন চলে গেছে অজানার পথে। সকালে টসে হেরে যে বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল, তার লক্ষণ স্পষ্ট হয় দ. আফ্রিকার ব্যাটিংয়ের শেষ দিকে। যখন বল নিচু হয়ে আসতে থাকে। যে আশংকাটা করা হচ্ছিল সেটাই ঠিক হলো। বল ব্যাটে সহজে না আসায় ও নিচু হয়ে যাওয়ার কারণে ব্যাটসম্যানরা সতীত্ব বলিদান করে ফিরলেন গোয়াল ঘরে। মরণ বা জীবন এমনি যেহেতু বিশ্বাস ও আস্থা ছিল তাই আমি হতাশ হওয়ার কিছু দেখি না। ৫৮ রানের রেকর্ড পার করেছে এটাই বা কম কিসে! সাকিব ৩০ রান করে দু অংকের সম্মান রেখেছেন!! আশাবাদী আমরা তবু আশায় আছি এদেশের ক্রিকেট নিয়ে! পাগল ক্রিকেটভক্তদের এজন্য কোনো সহিংসতায় যাওয়া মোটেই উচিত নয়! যাই হোক, আমি ক্রিকেট বাহিনী ও বাংলাদেশ ক্রিকেট দলের জয়গান গাই! হয়নি এবার! হবে পরের বার! বীরের জাতি লড়েই শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে! সে দিন অবশ্য দূরে নয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।