আমাদের কথা খুঁজে নিন

   

কি সুন্দর দেখা গেল



ICC WCC 11 বাংলাদেশ এ হচ্ছে তা নিয়া আমার কত খুশি । চারিদিকে খুশির রই রই চলতেসে । বাংলাদেশ জিতলে খুশির মিছিল আর হারলে প্রতিপক্ষর বাস এ ইট ছুড়তেও আমরা দ্বিধা করছি না। সবার মুখে খালি এক কথা বিশ্ববাসী বাংলাদেশ চিনল । বেপারটা আরও একবার ভেবে দেখবেন কি বিশ্ববাসী আমাদের দেশ কে কিভাবে চিনল ??? আসুন এবার একটু ভেবে দেখি এই বিশ্বকাপ ক্রিকেট এর ফলাফল আমাদের দেশ এর উপর কিভাবে পরছে ??? রাস্তায় আলোকসজ্জা দেখে আমার বিমোহিত ।

আমাদের দেশে ইলেক্ট্রিসিটির অভাব নাই তো তাই এসব আলোকসজ্জা আমাদের মানায় । এতে কত টাকা প্রতিদিন খরচ হচ্ছে ??? এই সুন্দর আলোকসজ্জিত রাস্তার পাশে খুদারত অবস্তায় খালিগায়ে একটি শিশু কে ভিক্ষা করতে দেখতে কতই না সুন্দর লাগে *____* আমার মত ছোট মানুষ এর মুখে এতো বড় বড় কথা মানায় না । মাঝে মাঝে মাথায় এসব কথা আসে তাই আজকে লিখতে বসলাম । WCC 11 নিয়ে এতো কথা বললাম তার মানে কি আমি খেলা দেখতে জাইনাই ??? অবশ্যই গিয়েছি । আমি খেলা কে না খেলা নিয়ে এসব বারাবারির কথা বলছি ।

জানি আমার মুখে এসব কত্থা মানায় না । তবুও বলছি । নিজগুনে ক্ষমা করিয়া দিবেন । খেলা দেখতে গিয়ে কি ঝামেলার সম্মুখীন হতে হয়েছে সেটা বলি । মিরপুর স্টেডিয়াম সাউথ গেইট এর সামনে লাইনে দাঁড়ালাম ।

হাতে একটা ব্যাগ । ব্যাগ এ কিছু চিপস এবং ৩ বোতল স্পাইট। গেইটে কোন মুখ বন্ধ বোতল নিয়ে প্রবেশ নিষেধ । তাই মুখ খলা বোতল নিয়ে ঢুকার চেষ্টা করলাম । গেইটে একজন আমার ব্যাগ পর্যবেক্ষণ করে আরেকজন আমার টিকেট চেকইন করল।

এরপর আমাকে বলল যে খাবার এবং বোতল নিয়ে ঢুকাই যাবে না । আমি ব্যাগ তা একটু দূরে ফেলে দিয়ে আসলাম । এরপর যখন ঢুকবো তখন মেশিন এ দেখাইল second time entry. তাকে হাজার বার বুঝায় এ ও ঢুকতে পারলাম না । তার কথা আমি মিথ্যা বলতেসি =________= ১ ঘণ্টা বাইরে দাড়ায় থাকার পরে ICC এর এক সিনিওর কর্মকর্তা এসে আমাকে ঢুকতে দিল । এরকম রঙ্গ প্রতিদিন এ কত মানুষ এর দেখতে হয় খেলা দেখতে গিয়ে কে জানে ।

অনেক কথা বলে ফেললাম । আমার লেখা পরে বিরক্ত হলে দুঃখিত । " I thought what I'd do was, I'd pretend I was one of those deaf-mutes "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.