আমাদের কথা খুঁজে নিন

   

রূপছবিতে পর্যটন

সমস্ত আকাশ থেকে রাত্রি আর বৃষ্টি ঝরে পড়ে

রূপছবি শহরে বহু বহু দিন পরে এসেছে পর্যটক হিরণ্য আঁধারে ছুটিয়ে দিয়ছে সে সোনালী সিডান শ্যাম গহনের ঘুম থেকে জেগে উঠেছে স্ট্রবেরির মৌসুম আপন প্রিয় অশ্রু দীঘল রাত তারায় তারায় জেগে উঠেছে মোহন আকাশ জেগে উঠেছে মহৎ বেদনার মত সৌম্য প্রহর অবরোহণের মীড়ে ঢেকে যাচ্ছে মদির রাতের আঙ্গুর নগ্নতা ইচ্ছে ভুলানো বিউগল সাথে করে যখন ঘন্টা বেজে ওঠে দূর মন্দির তা কি আবাহন নাকি বিদায় সংকেত? মায়াহীন পাতাল প্রবেশ? নাকি সীমাহীন মায়া? এই আচ্ছন্ন প্রহরনীলে লীনের আহির এই সরলতা, স্নায়ুনাশী পতনের সুখ এই চিরকালের অশ্রুত তান কাজলরেখায় জ্বলে ওঠা চিত্রার আলো মুখরিত মুনওয়াক - স্থির এই শহরে কারো মৌ্নতার কাছে ফিরে আসে সে যদিওবা ভুলে ছিল সলীন সময় কোয়েনার গান, তবু এক চোরাটান রূপছবি শহরে বহুদিন পরে এখনো প্রাচীন বৃক্ষে ভবনে লেগে আছে স্নেহ মোহ মায়া টলটলে সাঁতারপুকুর--- এখনো মায়াপথে পয়জন আইভি’র জাল মায়ামদে তবুও পর্যটক - আমৃত্যু মাতাল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.