আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ থেকে গান - ১৪ (নির্বাণ)

গানের ব্লগ
প্রায় এক বছর আগের লেখা পাপতাড়ুয়ার আসল পোস্টটা খুঁজে পেলাম না। লিরিক অনেকটা বদলে গিয়ে এখন চেহারাটা দাঁড়ালো এই। এক চোখে তোর রোদ পুড়ে জল, নির্বাণ রাখিস অন্য চোখে জানালায় যদি থামে আলো রঙ সাদা সুখ মাখিস চৌকাঠে ।। সমুদ্র যাবে তোর দেহ-শ্মশানে মগ্ন ছায়াতল দেহ বিনাশে নগ্ন চোখে জাগে ঘুম উল্লাসে ভালোবাসিস আলতো করে চিল ভাসে আকাশ জুড়ে যদি নীল কচি ধান পাতা মরা ঘ্রাণে ইচ্ছে হলেই রাখিস খুলে চোখ নকশি কাঁথায় মরচে ধরা প্রেম শাড়ির আচঁল মলিন, ধুলায় লুটাবে মাঝরাতে নদী স্রোত হারাবে নগ্ন চোখে জাগে ঘুম উল্লাসে ভালোবাসিস আলতো করেই এপারে থামবে পাখির ডানা আমার খরায় না হয় ভুল নিবাস সূর্য দেবে ধরা মাধবলতা সাজে মাতাল হাওয়ায় চাঁদের সুবাস অনাঘ্রাতা নদী ভিজে হাওয়ার সুখ কাঁচের দেয়ালে কার অভিমানী মুখ রিমঝিম ব্যথা বাজে বুক ফানুসে নগ্ন চোখে ঘুম জাগে উল্লাসে শুনতে এখানে ক্লিক করুন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.