আমাদের কথা খুঁজে নিন

   

কুড়িগ্রামে পুষ্টি চাল বিতরণ

বুধবার সকালে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বিতরণ কাজের উদ্বোধন করেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক উল ইসলাম।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গেরবিন ডি জং, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টা রেডারসহ অন্যান্য কর্মকর্তারা ।
বুধবার সদর উপজেলার ৮ ইউনিয়নের ২ হাজার ৭৯৪ জন ভিজিডি কার্ডধারীর মধ্যে ৩০ কেজি করে এ চাল বিতরণ করা হয়।
সচিব তরিক-উল ইসলাম বলেন, খাদ্য নিরাপত্তা ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে সরকারের ভিজিডি কর্মসূচি গ্রামীণ জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে গেছে। এ জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণে পুষ্টি চালের সম্ভাবনা ব্যাপক।
পরীক্ষামূলকভাবে ৩ মাস বিতরণের পর ফলাফল ভালো পাওয়া গেলে পর্যায়ক্রমের দেশের ভিজিডি কর্মসূচির সাড়ে ৭ লাখ উপকারভোগী পরিবারের মধ্যে এই চাল বিতরণ করা হবে বলে জানান সচিব তরিক-উল ইসলাম।
 
 
                                            

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.