আমাদের কথা খুঁজে নিন

   

শুধু পাল্টে যায়

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

চারপাশটা আমার বদলে গেছে বেশ হলুদ পাতা, ধানী রং, নিতুর কলেজ ড্রেস, রোদে পোড়া মাটি ভালবাসার বাক্যালাপ মনে হয় সেটাও আর নেই খাটি। ফুল-পাখি-প্রজাপতি মেঘ ফড়িং এর উড়াউড়ি সময়ের বুকে কান পেতে শুনি মহাকালের পতনধ্বনি। সেখানেও পাল্টে যাওয়া আর পাল্টে দেয়ার চেষ্টা নিরবধি। আমার চেতনার ধূসর ক্যানভাসে তাই নতুন রং এর কোলাহল।

পাল্টে যাবো আমিও, আমার চারপাশ। সেখানে থাকবে না সাধুর ধ্যান, বৈরাগীর পরিশীলিত বাক্যালাপ আটপৌরে জীবনের ছন্দহীন ঘুণটানা সম্পর্কের সোনালী ফিতায় কাউকে কেউ খুঁজবে না আর। পাল্টে গেছে সব। পাল্টে যাচ্ছে সব। বউচি খেলার ঘরে পুতুলের বিয়ের ক্ষণে এখন আর আনন্দ খোঁজে না তন্বী সেই পল্লী বালা।

কিশোরী বধূ এখন আর পালকীতে চড়ে যায়না নায়র বাপের বাড়ি দিনক্ষণ ঠিক করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.