আমাদের কথা খুঁজে নিন

   

দেশপ্রেম নয় ভালবাসাই আজ দেশের উন্নতির পথে সবচেয়ে বড় অন্তরায়। (এটি লুলীয় পুস্ট নয় )



আজ যখন সারা পৃথিবীর চারদিকে উন্নতির থার্মোমিটারের পারদ ধাই ধাই করে উপরের দিকে ধাবমান। তখন বাংলাদেশ কেন তার কাংখিত লক্ষে পৌছাতে পারছে না। ব্যাপক সমস্যা: দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজী, নিরক্ষরতা,দারিদ্র। সমাধান কি? কেউ বলছে দেশপ্রেম নাই। আমি বলি প্রেম থাকবে কি করে?‌ যে পারছে সে একসাথে ২/৩ টা প্রেম করছে।

আর যে পারছে না .....সে একটাও করতে পারছে না। লক্ষ লক্ষ ছেলে-মেয়ে প্রেম-ভালবাসাহীন ভাবে দিন কাটাচ্ছে। ছেলেরা চাচ্ছে মেয়েরা তাদের কে ভালবাসুক। আবার মেয়েরা চাচ্ছে ছেলেরা তাদের ভালবাসুক। গার্জীয়ানরা বাধ দিচ্ছে।

ভালবাসাকে মূল্য না দিয়ে টাকার পিছনে ছুটছে। টাকাওয়ালা টাকলু ছেলেদের কাছে মেয়ে বিয়ে দিচ্ছে। দেখছে না সে ছেলের শাররীক সামর্থ্য আছে কিনা,তার মেয়েকে ভালবাসার। সকলেই চোখবন্ধ করে টাকার পিছনে ছুটছে। মেয়ের গার্জেন যেহেতু পয়সাওয়ালা ছেলে ছাড়া মেয়ে বিয়ে দিবে না।

ফলাফল: ছেলেরা ছুটছে টাকার পিছনে। সে টাকা যে করেই হোক উপার্জন করা চাই। যখন তার টাকা হচ্ছে তখন আবার মাথা টাক। মানে ভালবাসার মত গায়ে শক্তি নাই। যখন টাকার পিছনে ছুটছে তখন মেয়েরা ছুটছে সময়ের পিছনে।

যে ছেলে তাকে সময় দিতে পারবে। ঘটছে: পরক্রিয়া। শুরু হল সংসারের ভাংগন। সংসারের ভাংগন মানে সমাজে ভাংগন। দেশের ও ভাংগন।

.............. এত কিছুই হতো না। যদি ভালবাসার সুষ্ঠ বন্ঠন হতো। ভালবাসা হীন একটা দেশ ও জাতি কখনো উন্নতি করতে পারে না। আর সম্ভবও না। যার প্রমাণ উন্নত বিশ্ব।

যার যাকে মনে ধরছে,তাকে প্রেম করছে। আবার ছেড়ে দিতে চাইলে ছেড়ে চলে যাচ্ছে। ভালবাসায় টইটুম্বর পরিবেশ। তাই তারা দেশকে ও ভালবাসতে পারছে। বাড়ছে দেশ প্রেম।

তারা উন্নত থেকে আরো উন্নত হচ্ছে। দেশের উন্নতির স্বার্থে ভালবাসার সুষ্ঠ বন্ঠন এখন সময়ের দাবী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।