আমাদের কথা খুঁজে নিন

   

বিন্পি ঐ সংসদে যায়।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

শুনলে মোর হাসি পায় , বিন্পি নাকি সংসদে যায়। যাইয়াই সংসদ সদস্য পদ টিকাইয়া, আবার ওয়াক আউট করিবে বলিয়া অনুমান হয়। এবার সরকারী দল পাল্টা জবাব হিসাবে ওয়াক আউট করিয়া সংসদ ইতিহাসে একটা নজীর সৃষ্টি করিতে পারে। অথবা ফেবিকল টাইপ কোন বিশেষ আঠা ওদের আসনে রেখে একটা প্রতিবাদ করা যাইতে পারে। বিন্পির সংসদ ভবন প্রবেশকে স্বাগত জানাই । যদি তাহা দীর্ঘমেয়াদী হয়। দীর্ঘ মেয়াদী হইলে জনগণ তাহাদের আবার হয়তো ক্ষমতায় স্বাগত জানাবে বলিয়া মনে হয়। আর যদি সদস্যপদ টিকাইয়া রাখার স্বার্থে হয়, তাহলে জনগন তাদের আবার প্রত্যাখান করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।