আমাদের কথা খুঁজে নিন

   

আর দেখা যাবে না আইটেম গান ;

বলিউডের চলচ্চিত্রে ইদানীং এক অবিচ্ছেদ্য অঙ্গেই পরিণত হয়েছে আইটেম গান। গানের আপত্তিকর কথা কিংবা উত্তেজক দৃশ্যের জন্য এর মধ্যেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এ ধরনের গান। ছবিতে না হলেও সম্প্রতি টেলিভিশনে আইটেম গান প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ভারত সরকার। এরই মধ্যে সংশ্লিষ্টদের কাছে এ নির্দেশনা পৌঁছে দিয়েছে দ্য সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সেন্সর বোর্ড)। - প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে এ ধরনের গান কেবল এ বা অ্যাডাল্ট রেটিংয়ের আওতাতেই ছাড়পত্র পাবে।

এ-সংক্রান্ত নির্দেশনা এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। কাজেই এসব গান টেলিভিশনে আর প্রচার করা যাবে না। কারণ, সর্বোচ্চ ইউ এ বা প্যারেন্টাল গাইডেনস সার্টিফিকেট পাওয়া গান অথবা দৃশ্য টেলিভিশনে প্রচারের অনুমতি রয়েছে। এ প্রসঙ্গে সেন্সর বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা পঙ্কজ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, এ সিদ্ধান্তের পেছনে দিল্লির গণধর্ষণের ঘটনার সম্পৃক্ততা খুঁজলে তা ঠিক হবে না। সত্যি বলতে কি, অনেক দিন থেকেই আইটেম গান ইস্যু নিয়ে আলোচনা চলছিল আমাদের ভেতর।

এ ধরনের গানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আমরা পেয়েছি সাধারণ মানুষের কাছ থেকে। সম্প্রতি দুটি নির্দিষ্ট আইটেম গান সম্পর্কে আমাদের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছে ন্যাশনাল কমিশন ফর ওমেন। পঙ্কজ আরও বলেন, আইটেম গানের নির্দিষ্ট কোনো সংজ্ঞা আমাদের কাছে নেই। তবে প্রাপ্তবয়স্কদের উদ্দেশে যেসব গানের কথা কিংবা দৃশ্য অন্তর্ভুক্ত করা হবে, সেগুলোকেই আইটেম গান হিসেবে বিবেচনা করা হবে। কোনো গান বা দৃশ্যে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে নারীদের বিরুদ্ধে সহিংসতার উপাদান পাওয়া গেলে ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে কঠোর অবস্থানের সিদ্ধান্তও নিয়েছে সেন্সর বোর্ড।

এমনকি ‘এ’-রেটেড ছবিতেও এ ধরনের উপাদান রাখার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। ধন্যবাদ  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।