আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরিয়া আসিলাম বিসিএস ডিজিটাল এক্সপো

দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা

চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলিতেছে সপ্তাহব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো। একটি ল্যাপটপ ক্রয় করিতে গিয়েছিলাম । কিন্তু মেলায় যাহা দেখিলাম তা আপনাদের না বলিয়া থাকিতে পারলাম না। প্রথমেই যাহা দেখিলাম তাহা রীতিমত পিলে চমকিবার মত। প্রবেশদ্বারে বসিয়া আছে নানান ঢঙ্গে নানানভাবে কতকগুলো ভাড়া করা রুপসী।

ভাবিলাম এইটাতো প্রযুক্তি মেলা . . . . . . .। অতঃপর কয়েক কদম হাটিয়া যাহা দেখিলাম তাহা লজ্জায় আর বলিতে পারিতেছি না। তবে আপনারা অভয় দিলে বলিবার চেষ্টা করিতাম আর কী। প্রথম ষ্টল হইল আমাদের পরিচিত একটি ইন্টারনেটের মডেম বিক্রি করিবার শো-রুম। কতগুলো ঘাম্বা বসাইয়া তাহাতে মনিটর দিয়া মডেম টেষ্ট করিবার ব্যবস্থা করিয়াছে।

কিন্তু ঘাম্বার পাশে দাঁড়ানো তারা কারা। কতগুলো সরলমনা রমনীদের টাইট জিন্স প্যান্ট আর আটসাট গেঞ্জী পড়াইয়া আমাদের আকর্ষণ করিবার ব্যবস্থা করা হইয়াছে। আমি যেন মেলায় থাকিবার শক্তি ক্রমশ হারাইয়া ফেলিতেছি। কোন রকমে নিজেকে সামাল দিয়া কিছুদুর অগ্রসর হইয়া এবার যা দেখিলাম তা আর বলিবার ইচ্ছ্ ানাই। তবে আপনারা যদি অনুমতি দেন তাহলে বলি.. আরেক শো-রুম কতগুলো সুন্দরী ললনাদেরকে একই পোষাকে সুসজ্জিত(?) করাইয়া আমাদের দিকে আহবান করানোর ব্যবস্থা করা হইয়াছে।

পোশাক পড়া হয় লজ্জাস্থান ঢাকিবার তরে তবে এ কেমন পোষাক যাহা নগ্নতায় রুপ লাভ করে। আমি চিন্তাই করিতে পারিতেছিনা প্রযুক্তি মেলার সাথে এই অর্ধ উলঙ্গ নারীদের কি সম্পর্ক হইতে পারে। তাহা আমার কিছুতেই বোধগম্য হইতেছে না। অবশেষে কোন রকমে একখানা দোকান হইতে ল্যাপটপ কিনিয়া তিক্ত মনে ফিরিয়া আসিলাম । আপনাদের কাহারো জানা থাকিলে আমাকে বলিতে পারেন প্রযুক্তি মেলার সাথে আমাদের সরলমনা কলেজ-বিশ্বঃ পড়–য়া মেয়েদের পাশ্চাত্যধাচেঁ সাজাইয়া খদ্দের ধরিবার এই প্রথা তাহারা কোথায় পাইল? ৯০ভাগ মুসলমানের দেশে এই সকল ভিনদেশী কালচার বন্ধ করিবার কি কেউ নাই? অপেক্ষা থাকিলাম কর্তৃপক্ষের শুভবুদ্ধির উদয় যাহাতে . . . . . .


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।