আমাদের কথা খুঁজে নিন

   

ওনার অপরাধ কি?


শাহারিয়া নাফিস বাংলাদেশ দলের হয়ে এক সময় ওপেনিং ব্যাটিং করতো নিসন্দেহে সে একজন ভাল মানের খেলোয়ার। অথচ এই বিশ্বকাপে তাকে মাঠের বাহিরে বসে থাকতে হয়। খারাপ খেলার পরেও যদি কেউ আবার পরের খেলায় খেলতে পারে তাহলে শাহারিয়া নাফিস অপরাধ কোথায় সে কেনো খেলতে পারবেনা। দলের বিপর্যয়ে সময় রকিবুল যদি দলের হাল ধরতে না পারে তাহলে তাকে বার বার খেলার কোন মানে দেখিনা। এবার বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলোয়ারদের নিয়ে কিছু কথা থেকেই যায় তা হলো, ১. মাহামুদুল্লা রিয়াদ ১ম খেলায় ভাল খেলার পর পরের খেলায় তাকে বসিয়ে নামানো হলো আশরাফুল কে ২. আশরাফুল খারাপ খেলার পরেও তাকে আবার পরের খেলায় নামানো হলো ৩. রকিবুলের ধারাবাহিক খারাপ খেলার পরেও দলে টিকে থাকা ৪. শাহারিয়া নাফিস কে মাঠের বাহিরে রাখা ৫. খেলার মধ্যে দায়িত্বহিনোতা অভাব ৬. বাজে কিপিং
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।