আমাদের কথা খুঁজে নিন

   

একটাই হৃদয়, একটাই দেশ আর একটাই ভালবাসা.....

‘কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর; মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।

একটা জাতি গঠিত হয় একাধিক মানুষ নিয়ে, তা হতে পারে ২ লাখ, ১৬ কোটি বা ১৩০ কোটি মানুষ নিয়ে । খুব স্বাভাবিক কারণেই প্রতিটি মানুষ ই আলাদা কিন্তু তারপরেও মোটা দাগে 'জাতীয় চরিত্র' সংজ্ঞায়িত করা হয়, যেমন জাপানিদের বলা হয় ভদ্র জাতি, আমেরিকানদের বলা হয় পাগল জাতি আবার ব্রিটিশদের বলা হয় formal জাতি তার মানে এই নয় যে প্রতিটি জাপানি ভদ্র বা প্রতিটি আমেরিকান পাগল কিংবা প্রতিটি ব্রিটিশ ই formal . তেমনি বাঙ্গালি জাতির ও অনেকগুলো জাতীয় চরিত্রের কথা শোনা যায় যেমন সাহসী জাতি, আবেগি জাতি ইত্যাদি । বিশ্বকাপের সুবাদে আরেকটা চরিত্র ও দেখলাম খুব কষ্টের সাথে , ওয়েস্ট ইন্ডিজের সাথে পরাজয়ের পর অনেকেই দেখলাম বাংলাদেশের ক্রিকেটারদের পারলে ফাঁসিতে ঝুলায় দেয়, কেউ আবার বলতেও দ্বিধা করে না যে এই টিম এর বিশ্বকাপ খেলার ই যোগ্যতা নাই । সাধারণ মানুষের কথা না হয় বাদ ই দিলাম সাবেক খেলোয়াড়রাও কম যান না যদিও আমি জানতাম কাক নাকি কাকের মাংস খায় না !! ইংল্যান্ডের সঙ্গে রূপকথার জয় এর পরই দেখলাম নতুন চেহারা ! যারা বাঙ্গালি হয়ে জন্ম হয়েছে বলে মুখ লুকানোর জায়গা পাচ্ছিল না তারা দেশপ্রেম প্রকাশ এর উর্বর ভূমি ফেসবুক স্ট্যাটাস এ একের পর এক দেশপ্রেমজর্জর স্ট্যাটাস এর বাম্পার ফলন শুরু করলেন ! আবার বাংলাদেশ হারলে তাদের দেশপ্রেম কোনদিকে মোড় নেবে তা বলাই বাহুল্য ।

আমি নিঃসন্দেহে বলতে পারি যে এই দুমুখো বাঙ্গালিদের মধ্যেই গুটিকতক লোক অতিথিদের বাসে ঢিল ছুড়ে বিশ্বের সামনে আমাদের মাথা হেঁট করে দিয়েছে । আমরা জাতি হিসেবে অতিথিপরায়ণ এই বিশেষণটিতে বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে । কারন একটি অনেক বড় সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল কিন্তু শূন্যই হয় । ২২ গজে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আর দেশের হয়ে গলাবাজি করা এক নয় । আমাদের এই চরিত্র অতীতেও আমাদের ভুগিয়েছে এবং সহজেই অনুমেয় যে পরিবর্তন না আসলে সামনেও ভোগান্তি অপেক্ষা করছে ।

হ্যাঁ আমাদের খেলোয়াড়রা ভুল ত্রুটিমুক্ত না , কিভাবে হবে ? তারা তো আমাদের বাইরে কেউ না, আমরা কি ভুলত্রুটি করি না ? পার্থক্য একটাই সেটা হচ্ছে আমরা ভুল করলে পুরো দেশের সৃজনশীল গালাগাল শুনতে হয় না , আমাদের বাড়িতে ঢিল ও পরে না । তাহলে ক্রিকেটার হওয়াটাই কি তাদের আজন্ম পাপ ? এখনই সময় আমাদের চরিত্রের এই অন্ধকার দিকটায় প্রদীপ জ্বালানোর । আমরা অবিবেচক, দায়িত্বজ্ঞানহীন আর হুজুগে সমর্থকের তকমা গায়ে লাগাতে চাই না বরং আমরা হব এমন এক জাতি যারা যে কোনও পরিস্থিতিতে তাদের দলকে , তাদের দেশকে ভালবাসবে পরম মমতায়........।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.