আমাদের কথা খুঁজে নিন

   

ছুটে চলা



ছুটে চলেছি এক দিগন্তের দিকে যেখানে নেই কোন সীমারেখা ছুটে চলেছি এক দিগন্তের দিকে যেখানে রয়েছে এক মায়া ভরা আকাশ ছুটে চলেছি এক দিগন্তের দিকে যেখানে রয়েছে এক মমতা মাখা চাঁদ ছুটে চলেছি এক দিগন্তের দিকে যেখানে রয়েছে অজস্র তারকা রাজির মেলা ছুটে চলেছি এক দিগন্তের দিকে যেখানে মেতেছে সৃযিমামা তার চিরন্তন খেলায ছুটে চলেছি এক দিগন্তের দিকে যেখানে রযেছে সমূদ্রের শান্ত ও অশান্তের কিছু গল্প ছুটে চলেছি এক দিগন্তের দিকে যেখানে রযেছে কাছের মানুষকে না পাওয়ার দুঃসহ জ্বালা ছুটে চলেছি এক দিগন্তের দিকে যেখানে রযেছে মায়ের হাসি কান্না মেশানো কিছু স্মৃতি ছুটে চলেছি এক দিগন্তের দিকে যেখানে রযেছে প্রিয় মুখ গুলোর স্মৃতি চারণ ছুটে চলেছি এক দিগন্তের দিকে যেখানে রযেছে দুঃসহকে জয় করার কিছুতারা ছুটে চলেছি এক দিগন্তের দিকে যেখানে রযেছে অপৃব পৃথিবীকে দেখার সুযোগ ছুটে চলেছি এক দিগন্তের দিকে যেখানে নেই কোন বাধা দ্বিধা লোভ লালসার সংমিশ্রন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।