আমাদের কথা খুঁজে নিন

   

শফিউ্লের ককপিটে চড়ে বাংলাদেশের চোখ ভেজানো রোমাঞ্চকর জয় ও ইংল্যান্ড এর ধারাভাষ্যকার সমাচার



বাংলাদেশের ৬ উইকেট পড়ে গেলে টিভির সামনে থেকে উঠে গেলাম। কারণ আমার ধারণা এতে বাংলাদেশের আর উইকেট পরবেনা! কিন্তু তাতেও দেখলাম শেষ রক্ষা হল না। একটু পর দেখি ৮ উইকেট হাওয়া! মনটা খুব খারাপ হয়ে গেল। W.indies এর সাথে হারলেও দুঃখ এতটা পাইনি কারন ক্রিকেটে এরকম খারাপ দিন যেতেই পারে। আজ কেন জানি মন মানছিল না।

এভাবে জেতা ম্যাচ হেরে যাবো! আবার টীভির সামনে থেকে উঠে গেলাম। কিন্তু মনটা ছটফট করতে লাগলো আবার টীভির সামনে বসলাম। বাংলাদেশ জিতলে ৫০ টাকা মসজিদে দেব মানত করলাম! এর ২-৩ ওভার পরেই শফিউলের ৪-৬। এ ৬টিই খেলার মোড় গুরিয়ে দিল! দোয়া পড়তে লাগলাম যেন ওরা আউট না হয়! যখন ২৩ রান দরকার তখন মনে হল এভাবে কাছাকাছি এসে আউট হলে তো সব শেষ! রুবেল এর উপর ত ভরসা নাই! তখন ২ রাকআত নফল নামায এর মানত করলাম। অবশেষে সফিউলের উইলোবাজিতে বাজিমাত করল বাংলাদেশ!অভিনন্দন সাকিব বাহিনী! আর এ জয় উৎসর্গ করলাম আতেল সাবেকদের আর ইংল্যান্ড এর ধারাভাষ্যকারদের যারা ১১ বলে বাংলাদেশের ৪ রান লাগবে এ অবস্থায়ও বলাবলি করছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর প্রচুর প্রেশার!যেন ইংল্যান্ড এর উপর কোন প্রেশার নাই!যারা ইং ল্যান্ড ১ ওভার ভাল বোলিং করলেই বলছিলেন pressar from england!বাংলাদেশ ভাল ব্যাটিং করলে pressar from bangladesh!যাদের মুখ হতে শুনা যায় নাই!তারা সবসময়েই ইংল্যান্ড এর দ্বাদশ খেলোয়াড়! আশা রাখছি বাংলাদেশের ধারাভাষ্যকাররাও এ ভুমিকায় অবতীর্ণ হবেন।

ঢিলের জবাবে পাটকেল ছুড়তে জানা দরকার!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।