আমাদের কথা খুঁজে নিন

   

আবারো সুনামী,এবার জাপান,ভুমিকম্পের মাত্রা ৮'৮ রিখটার স্কেল ।

আমার আপন আরশী

জাপানের এনএইচকে টিভি তে দেখা যাচ্ছে রাস্তার গাড়ী থেকে শুরু করে সমুদ্রের জাহাজ, বাড়ীঘর,সবই প্রবল বাতাস এবং পানির স্রোতে উড়ে এবং ভেসে যাচ্ছে। স্থানীয় সময় দুপুর ২'৪২ মিঃ এই ঘটনার শুরু হয়। অবশ্য তারও আগে এক শক্তিশালি ভুমিকম্পের সুচনা হয় জাপানের উত্তর পূর্ব অঞ্চলে রিখটার স্কেলে মাত্রা ছিল ৮'৮- ৮'৯। ভুমিকম্প বিশারদরা বলেছেন বহু বছর পর জাপানে এইরকম ভুমিকম্পের আবির্ভাব। এই সুনামি জাপানের মিয়াগী এবং ফুকুশীমা অঞ্চলে আঘাত হেনেছে।

১৬০ কিঃমিঃ এলাকা জুড়ে দেখা প্রবল বন্যা এবং জলোচ্ছাস। এই জলোচ্ছাস সর্বোচ্চ ৬ মিটার উঁচু। টোকিওর শহরের বেশ কিছু লোকজনের আহত হবার খবর পাওয়া গেছে ভুমিকম্পের ফলে সৃষ্ট অগ্নিকান্ডের কারনে। এদিকে জাপানে ভয়াবহ ভুমিকম্প পরবর্তি সুনামী এর আশেপাশের দেশ গুলাতেও আঘাত হানতে পারে বলে ইন্দোনেশিয়ার সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। বিশেষ করে ইন্দোনেশিয়া,ফিলিপাইন,প্যাসিফিককোষ্ট,তাইওয়ান,অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ড,পাপুয়া,এমেরিকার হাওয়াই দ্বীপ,চিলি,ল্যাটিন এমেরিকার কিছু দেশ এমনকি মেক্সিকো এর ঝুঁকিতে রয়েছে।

আগামী ২৪ ঘন্টার মধ্যে আঘাত হানতে পারে। file:///C:/Documents and Settings/Reza/Desktop/New Folder/UNIMED - Universitas Negeri Medan_files/110320111387.jpg

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।