আমাদের কথা খুঁজে নিন

   

আবারো কবি.।.।.।

১। নকিয়া টিউন মোবাইলে এই বুঝি ফোন দিলে? বুক করে দুরু দুরু কি করে করি, কথা শুরু? ফোন বেজে চলছে। পা দু’টো টলছে। পাশেরই ঘরটা যেন, দূর মনে হয় কেন? তিন রিং পড়তেই, মোবাইল হাতে তুলতেই একি! এ যে তুমি না ! মন কেন মানেনা? বিরস মুখে তাই, বলছি যে কথা ভাই! ২। এই ছেলে, নিচ্ছো যে খুব ভাব? পাল্টাবেনা কি কখনো তোমার স্বভাব? কোথাকার রাজা তুমি, নাকি কোন নবাব? ভদ্রতা জ্ঞানের দেখি বড়ই অভাব।

৩। বিড়াল তো নই, বিড়াল তো নই আমি হলাম বাঘিনী। বিড়াল ভেবে করছ ভুল কারণ আমি রাগিনি। রাগলে পরে, পারবে নাকি সইতে মরণ কামড়? আঘাত করে ভরিয়ে দিব, তোমার সোনার চামড়। ৪।

তোমার দেখি ধৈর্য্য অনেক, বসেই যাওনা আবার ক্ষনেক। বলবো আরো কত কথা, কোনটা সুখের, কোনটা ব্যাথার। শীতল পাটি লাগবে নাকি? আর ঐ তাল পাখা? কথার আরো আছে বাকি, কথার গাছ মেলছে শাখা। একি! তুমি যাচ্ছো চলে? এলে কেন তবে পথ ভুলে? বড্ড বেশি তাড়া-হুড়া যাও ভাগো, ঘাটের মরা!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।