আমাদের কথা খুঁজে নিন

   

এক জামায়তীর সাথে কথোপকথনঃ সাইদীর চান্দে রেপ করতে গিয়া ধরা খাওয়া বিসয়ক

আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা :সাইদিরে মানুষ চান্দে দেখলো কিন্তু নাসা সারাদিন/রাত টেলিস্কোপ লাগায় রাখলো তারা দেখলো না? :নাসার বিজ্ঞানীরা নাস্তিক,কাফের তাই দেখেনাই। : ওহে! নাস্তিক না হয় মানুষ হয় কিন্তু টেলিস্কোপ কেমনে নাস্তিক হয়? : (নিসচুপ থেকে কিছুক্ষণ পর) মানুষ যখন সপ্নে দেখে তখন কি ক্যামেরা তো ছবি তোলা যায়? : আমি শুনে পুরা তব্দা) আরে ভাই সপ্ন তো মাথার ভিতর হয়, কিন্তু চাদের ছবিও কি তাইলে মাথার ভিতর?হইতে পারে। যারা দেখছে দাবী করতেছে তারা সবাই মনে হয় গাজা খাইয়া ঘুমাইছিল। ডোজ বেশি হওয়াতে সপ্নে চাদে সাইদিরে দেখে সকালে ঘুম থেকে উঠে মনে করা শুরু করছে চাদে সাইদিরে বাস্তবে দেখছে। : (নিসচুপ) সে মনে করছে আমি গোঁড়া লিগার।

তাই একটু পর বলে "এখন যদি সাইদির ছবি না দেখে বঙ্গবন্ধুর ছবি দেখা যাইত বইলা খবর বারাইতো তাইলে অনেকেই বিশ্বাস করতো। : তাইলে সেই আসলে আপনাদের মতই গাঁজাখোর। কারন গাজা খাওয়া ছাড়া কারো পক্ষে চান্দে মানুষ দেখা সম্ভব না। বন্ধুবন্ধু না থাকলে কি হতো? >> এখনো পাকিদের বেয়োনেটের গুতা খেতাম। সাইদী না থাকলে কি হতো?>>> কিছু রাজাকার কমত।

অনেক মানুষ বাচতো। আলোচনা সত্য ঘটনা, তবে কিছুটা চেঞ্জ করা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।