আমাদের কথা খুঁজে নিন

   

এ্যানিমেটেড স্ক্রীনসেভার কিংবা ওয়ালপেপার ডাউনলোড করতে হবে কেন যদি আপনি নিজেই তা তৈরী করতে পারেন?আসুন তৈরী করি এ্যানিমেটেড স্ক্রীনসেভার-ওয়ালপেপার পানির মত সহজ করে

অ আ ক খ গ ঙ

আজ আপনাদের সাথে শেয়ার করবো দু’টি সফটওয়্যার যার প্রথমটি দিয়ে তৈরী করতে পারবেন এ্যানিমেটেড স্ক্রীনসেভার আর অন্যটি দিয়ে এ্যানিমেটেড ওয়ালপেপার। ছোট্ট কিন্তু দারুন সুন্দর সফটওয়্যার দু’টি আপনাদের সেবায় উপস্থাপন করছি। প্রথমেই বলে রাখছি দু’টি সফটওয়্যারের কার্যক্রম প্রায় এক। তফাৎ শুধু একটা দিয়ে স্ক্রীনসেভার এবং অপরটি দিয়ে আপনার ডেস্কটপের জন্য ওয়ালপেপার তৈরী করতে পারবেন। প্রথমেই জানাচ্ছি animated screensaver maker 2.4.4 এর ব্যাবহার।

প্রথমেই সফটওয়্যারটি ক্লিক করে খুলুন। (ছবি দেখুন) লাল চিহ্নিত স্থানে ক্লিক করে আপনার পছন্দমত ছবি সিলেক্ট করতে পারবেন। সেটা হতে পারে আপনার,আপনার প্রিয়জনের কিংবা প্রাকৃতিক কোন দৃশ্যের। সবুজ চিহ্নিত স্থানে ক্লিক করে আপনি সিলেক্ট করতে পারবেন স্ক্রীনসেভারটিকে আপনি কি ভাবে দেখতে চান। আমি দেখতে চেয়েছি বল হিসেবে।

গোলাপী চিহ্নিত স্থানে ক্লিক করে আপনি যোগ করতে পারেন অনেক রকম এ্যানিমেশন। যেমন বৃষ্টি পড়ছে,বিদ্যুত চমকাচ্ছে,ঢেঊ উঠেছে,তুষারপাত হচ্ছে,ফুল ঝরে পড়ছে এরকম অনেক অনেক অনেক কিছু। সেই সাথে যোগ করতে পারবেন আপনার পছন্দমত মানে আপনার ব্যাক্তিগত সংগ্রহ থেকে যা চান। আর নীল চিহ্নিত স্থানে ক্লিক করে আপনি নির্বাচন করতে পারবেন আপনার তৈরীকৃত স্ক্রীন সেভারের সাইজ এবং ছবিটি আপনার ডেস্কটপে কত স্পীডে ঘুরবে। এবার preview screensaver এ ক্লিক করে আপনি দেখে নিতে পারেন কেমন হলো সেটি।

পছন্দ না হলে আবার এডিট করতে পারবেন। আর পছন্দ হলে create screensaver এ ক্লিক করে সেভ করে ফেলুন। এবার উপভোগ করুন আপনার তৈরীকৃত স্ক্রীনসেভার। আপ্নি পারেন তা প্রমান করুন। এবার ডাউনলোডের পালা।

ভয়ের কিছু নেই। খুবই ছোট্ট একটি সফটওয়্যার। মাত্র ৭.৩৩ মেগাবাইট। ডাউনলোড শুরু করুন মিডিয়া ফায়ার থেকে। ডাউনলোড করার জন্য ক্লিক করুন এবার আসছি animated wallpaper maker v2.5.4 সফটওয়্যারটি প্রসঙ্গে।

এটির কার্যক্রম স্ক্রীনসেভার মেকারের মতই। তফাৎ শুধু এটাই এটি দিয়ে আপনার পিসির ডেস্কটপের জন্য এ্যানিমেটেড ওয়ালপেপার তৈরী করতে পারবেন আপনার পছন্দ মত। আপনার পছন্দনীয় ছবি কিংবা যে কোন কিছু দিয়ে। প্রথমেই আমি একটি ছবি নিলাম। এবার আমার পছন্দমত এ্যানিমেশন যোগ করে তা সেভ করলাম আমার ডেস্কটপে।

যাই বলেন দারুন হয়েছে কিন্তু। ছবিটিতে আমি দেখাতে পারছি না তবে জেনে রাখুন নদীর পানি টলমল করে নড়ছে। উপর থেকে ফুলের মত কিছু পড়ছে আর থেকে থেকে বিদ্যুত চমকাচ্ছে। আরো অনেক কিছু যগ করতে পারতাম কিন্তু কি দরকার। যাইহোক এটির সাইজও মাত্র ৭.১১ মেগাবাইট আর ডাউনলোড করুন মিডিয়া ফায়ার থেকে।

ডাউনলোডের জন্য ক্লিক করুন পাসওয়ার্ড দেয়া আছে ফুল ভার্সন করে নিন। কি ভাবে বুঝবেন যে ফুল ভার্সন হয়েছে? এখানে আপনাকে ট্রায়াল ভার্সন হিসাবে দেখাচ্ছে। দেখানো জায়গাতে ক্লিক করে পাসওয়ার্ড দিন। এবার ক্লিক করলে আপনাকে আর ট্রায়াল ভার্সন দেখাবে না। আশা করি ছোট্ট সফটওয়্যার দু’টি আপনাদের ভালো লাগবে।

সবাই ভালো থাকুন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।