আমাদের কথা খুঁজে নিন

   

ট্রীপল সেঞ্চুরী পোস্ট



এক সেঞ্চুরী না, ডাবল সেঞ্চুরী না একেবারে ট্রীপল সেঞ্চুরী পোষ্ট লিখতে হবে ,তাও আবার এই বিশ্বকাপ ক্রিকেটের মাসে। ২১ ফেব্রুয়ারীতে একটা লেখা পোস্ট করার পর থেকে একটা নার্ভাসনেস অনুভব করছিলাম। লেখার কমেন্টের ঘরে কিছু মন্তব্য পড়ার তা এতটা বেড়ে গেছে যে সারাদিনে ব্লগমুখো হইনা । অনেকটা সাকিব, আশরাফুল, তামিমদের মতন একটা অস্বস্তির মধ্যে কাটাচ্ছি বেশ ক’টাদিন। ওয়েষ্ট ইন্ডিজ এর সাথে সাকিব ,আশরাফুলদের পরাজয়টা বুঝে নিতে কষ্ট হলো অনেক।

ক্রিকেট যতটুকু বুঝি বা না বুঝি ,ঘরের মানুষকে এ প্রশ্ন করি ,ও প্রশ্ন করি। “আচ্ছা টুকেটুকে খেললে কি হতোনা? ৫০ ওভারে ১৫০ রান তো হতে পারতো, পারতোনা”?ও গম্ভীর হয়ে হুম বলে। রাত জেগে খেলা দেখার কথা ছিলো ওর। সকালে দেখি ঘুমাচ্ছে। ভাবলাম বাংলাদেশ বুঝি বেশ ভালোই রান করেছে।

ছেলেদের লাঞ্চ বক্সে ভরতে ভরতে টিভিটা ছাড়ি। চ্যানেল আই এ কি যেনো একটা অনুষ্ঠান হচ্ছিল। নীচে স্ক্রলবারে রানের সংখ্যা দেখে ভুল ভেবে চোখ কচলালাম। ২ দিন পর চোখের ডাক্তার এর এ্যাপয়েন্টমেন্টের কথাটাও ঠিক মনে এলো। রাশীককে স্কুলে নামিয়ে দিতে গেলাম।

ফিরে আসতে আসতে ভাবছি,কিছু একটা ভুল হয়েছে। নাহ ভুল না। সত্যিটাই দেখেছি ও বলে। আরও বলে, আজ সারাদিন না, কাল না, ওকে যেনো আজ কোন ফোন দেয়া না হয়। বললাম , শোন এত ভেঙে পড়োনা।

খেলায় হারজিত থাকবে। আরো অনেক ভালো ভালো কথা বললাম ঠিকই কিন্তু সারাদিন দেশের খবরে , নেটে বসলে খেলোয়াড়দের নিয়ে নানান কমেন্ট পড়ে মন খারাপ হতে থাকলো। আমার এক বন্ধু জানালো,ওর বর এখন আর বাংলাদেশের সাপোর্ট করবেনা। কথাটা শুনে অবাক লাগলো। বললাম বাকি সবগুলো খেলায় ও যদি আশানুসরুপ ফল না হয় তবু বাংলাদেশ আমার ফেভারেট লিস্টের এক নম্বরে থাকবে।

আমরা আসলেই খুব ইমোশোনাল জাতি। খেলায় হারজিত থাকবে জেনেও হার মানাটা মানতে ভুলে যাই। জিতলে যে উন্মাদনা দেখাই তা যেমন সবাইকে ছাপিয়ে যায়, সেই মানুষরাই হারার সাথে সাথে জুতার মালা গলায় জুড়ে দিতে দ্বিধা করিনা। কুশপুত্তলিকা পুড়াতে থাকি। হায়রে ভালবাসা! নিমেষেই হিরোকে জিরো করে দিতে আমাদের জুড়ি নাই।

তবু আমার কথা যদি বলি, আমি নিজে আশাবাদি মানুষ। বিশ্বাস করি ভালো কিছু করবেই আমাদের প্রিয় ক্রিকেটাররা। The Cricket is full of surprises ! আর কত কিছু যে হচ্ছে এবারকার ওয়ার্ল্ডকাপ ক্রিকেটে! আজ ভালো কিছু হোক সেই প্রার্থনা রইলো মন থেকে। দুই ব্লগের জন্য একটা লেখা দরকার। বেশ কদিন নানান ব্যস্ততায় বসাও হচ্ছেনা।

এদিকে জিমেইলে আর ব্লগে প্রিয় কিছু মানুষের তাগিদ। কবে আসছে ৩০০ তম পোস্ট? বাড়ির মানুষের ও অভিযোগ কতদিন কিছু লিখছি না তাই। ঋণী হয়ে যাই সেইসব মানুষের কাছে দিনের পর দিন। আমার লেখালেখির বাহারি নোটবইগুলো খুঁজে ফিরি। পুরানো কোন লেখা ঘষেমেজে ঠিক করে দেব নাকি? নাকি একসাথে অনেকগুলো ছোট ছোট কবিতা! ঠিক বুঝিনা ।

কি যে করি! প্রিয় রবীঠাকুরকে নিয়ে একটা লেখা লিখেছি ক'দিনে। সেটা তোলা রইলো তাঁর ১৫০ তম জন্মদিনের জন্য। সামহোয়ারইন ব্লগবাড়িটার কেমন যেনো মায়া আছে। যারা নিয়মিত ব্লগ এ আসে, যারা মাঝে মাঝে আসে, এমনকি কি যারা আর কখনোই আসেনা। সবার ব্লগ বাড়ি ঘুরে বেড়াই সময় পেলে।

কত প্রিয় কবিতা ,প্রিয় গানের পোস্ট ,কত আড্ডা । সব মনে পড়ে যায়। মানুষের জীবনে সবচেয়ে আনন্দদায়ক এবং সবচেয়ে কষ্টের একটা অনুভব হলো স্মৃতি। কিছুই ভুলিনা আমরা। ভুলে থাকি।

আর স্মৃতিতে জুড়ে থাকে কত মানুষ, কত ঘটনা। ২০০৭ এর নভেম্বর থেকে ব্লগ এ আসা শুরু। কি ভীষন প্রিয় একজানালার নাম সামহোয়ারইনব্লগ। যখনি সময় পাই একবার হলেও এই জানালায় চোখ রাখি। যদিও জীবনের নানান ব্যস্ততায় নিয়মিত লেখা হয়না।

তবু পিছনে পড়ে থাকা দুটো চোখ চেয়ে থাকে। ফিরে আসতেই হয় নিজের ব্লগবাড়িটায় এবং প্রিয় কিছু আঙিনায়। ভাল লাগে। খুব ভাল লাগে। এই সম্পৃক্ততা।

সামহোয়ারইন এ কেউ কেউ এতভালো গল্প,কবিতা লেখে ,প্রবন্ধ লেখে যে মুগ্ধ হতে হয়। গর্ব লাগে ভাবতে এদের অনেকেই একদিন হয়তো বরেণ্য হবে। তাদের স্মৃতিচারণে হয়তো আমরা কেউ কেউ থাকবো। সামহোয়ারইন থাকবে। এই ব্লগ এ লিখতেন মুহম্মদ জুবায়ের।

যিনি চলে গেছেন পৃথিবী ছেড়ে। যার ব্লগ এ গেলে কেমন এক বিষণ্নতা ভর করে। প্রোফাইলে লিখে রেখেছেন এখানটা শুন্য থাক। বলতে ইচ্ছা করে, সবি শুন্য থেকে যায় জুবায়ের ভাই। আরো কত কথা যে বলতে ইচ্ছা করে।

আরো ছিলেন মতীন ভাই। উনাদের চলে যাবার পর অনেকদিন ব্লগ এ আসতে কষ্ট হতো। ভার্চুয়াল পৃথিবীর ঘরেও মৃত্যুর শুন্যতা এসে নাড়া দিয়ে গেছে আমাদের। শুভকামনা রইলো প্রিয় ব্লগারদের জন্য ,যাদের উৎসাহে আমার লেখালেখি। ধন্যবাদ সেই বন্ধুকে যার জন্য সামহোয়ার এ আসা।

এই ব্লগ এ সংশ্লিষ্ট সবার জন্য রইলো ধন্যবাদ আর শুভকামনা। আমরা সবাই যেনো ভাল থাকি ,সুস্থ থাকি। লিখে যেতে পারি যেনো যতদিন বাঁচি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.