আমাদের কথা খুঁজে নিন

   

নভোজিত সিং সিধুর পতংগ প্রেম

Set sail, ye hearts~ into the sea of hope..

সাম্প্রতিক কালে বর্ণবাদী মন্তব্য করে বিতর্কিত হওয়া সাবেক ভারতীয় ক্রিকেটার নভোজিত সিং সিধুকে আমরা চিনি একজন দুর্বিনীত ভাষ্যকার হিসেবে। তবে আমরা অনেকেই যে তথ্যটা জানি না সেটা হলো তিনি একজন কীটপতংগ প্রেমী ব্যক্তি। সিধুর ব্যাক্তিগত সংগ্রহে আছে প্রায় হাজার খানেক বিরল ও বিপন্ন কীটপতঙ্গ, যার একটা বিরাট অংশই বিভিন্ন প্রজাতির তেলাপোকা। “অর্থোপোডা গোত্রের প্রতিটি পতঙ্গই আমার অত্যন্ত প্রিয়, আর তাদের ভেতর আমাকে সবচেয়ে বেশী যে পতঙ্গটি আমার দৃষ্টি আকর্ষন করে তা হলো তেলাপোকা” গর্বের সাথে সিধু বলেন, “আমার কাছে বিভিন্ন স্থান থেকে সংগৃহীত প্রায় শখানেক তেলাপোকা আছে…” এই সব পতংগ সংগ্রহ করতে গিয়ে ঝক্কিও কম পোহাতে হয়নি সাবেক এই ক্রিকেটারকে। ভিনদেশের হোটেলে গিয়ে তেলাপোকা খুজতে গিয়ে বেশ কয়েকবার হোটেল কতৃপক্ষের বিরাগভাজন হয়েছেন তিনি। এই নিয়ে সর্বশেষ ঘটনাটি ঘটেছে এই বিশ্বকাপের এক আলোচনা অনুষ্ঠানে, যেখানে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিস দলের ভেতর শক্তিমত্তার তুলনা করতে গিয়ে পাখি আর তেলাপোকার আকাশে ওড়ার দৃষ্টান্ত দিয়েছেন তিনি। যার ফলাফল হিসেবে আইসিসি সতর্ক করে দিয়েছে পরবর্তীতে মাইকের সামনে বুঝে শুনে কথা বলার জন্য। “তেলাপোকা বলে আমি কাউকে ছোট করতে চাইনি আমি” বললেন সিধু, “আমার বাসায় একটি ঘরই আছে যার সমস্তটাই তেলাপোকায় ভরা, আমি মাঝে মাঝেই এই ঘরে গিয়ে সময় কাটাই…” তবে একান্ত আলাপে বোঝা গেছে, পরবর্তীতে এই প্রকার বর্নবাদী কথা বলার অভিযোগ উঠলে আইসিসির পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে তার বিরুদ্ধে, তাই আক্রমনাত্বক ধারায় কথা বলার পুরোনো অভ্যাস ত্যাগ করে টিভির সামনে এখন ভেবে চিন্তে মেপে কথা বলাই অভ্যাস করছেন এই টিভি ভাষ্যকার। সূত্র: উরাধুরা নিউজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।