আমাদের কথা খুঁজে নিন

   

১৩৯ রানের বিশাল জয় পেলো শ্রীলঙ্কা

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা

বিডিস্পোর্টসনিউজ ডেস্কঃ এ গ্রুপের আজকের খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৯ রানের বড় জয় পায় শ্রীলঙ্কা। মূলত তিলকরত্নে দিলশানের অলরাউন্ড পারফরম্যান্সেই পরাজিত হয় জিম্বাবুয়ে। ব্যাট হাতে কতৃত্বের পর বল হাতেও দুর্দান্ত পারফর্ম্যান্স দেখান তিনি। টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়ে যেন নিজের পায়েই আঘাত করেন জিম্বাবুইয়ান অধিনায়ক এল্টন চিগুম্বুরা। ব্যাটিং পেয়ে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৮২ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন থারাঙ্গা এবং দিলশান।

থারাঙ্গা করেন ১৪১ বলে ১৩৩ এবং দিলশান করেন ১৩১ বলে ১৪৪ রান। এ দুজনের আউটের পরপরই যেন লংকান ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে নামেন। ২ উইকেটে ২৮৯ রান থেকে ৩০৬ রানে হয় ৬ উইকেট। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩২৭ রান তুলতে সক্ষম হয় লংকানরা। জবাবে ব্রেন্ডন টেইলর এবং চিকাবভার ১১৬ রানের ওপেনিং জুটি ভালো কিছু করার ইঙ্গিত দিয়েছিলো জিম্বাবুয়ে।

কিন্তু এ দুজনের বিদায়ের পর জিম্বাবুয়ে তাসের ঘরের মতই ভেঙ্গে পরে। টেইলর আউট হবার আগে করেন ৭২ বলে ৮০ রানের ইনিংস। ৩৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে, তিলকরত্নে দিলশান ৩ ওভারে ৪ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন। শ্রীলঙ্কা ওভার - ৫০ মোট রান - ৩২৭/৬ জিম্বাবুয়ে ওভার - ৩৯ মোট রান - ১৮৮/১০ ম্যান অফ দ্যা ম্যাচ: তিলকরত্নে দিলশান। ---------------------------------------------------------------------------------- বিশ্বকাপ উপলক্ষ্যে সামহোয়ারইনব্লগ এবং বিডিস্পোর্টসনিউজডটকম এর যৌথ উদ্যোগে এই লাইভ নিউজ প্রচার করা হচ্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।