আমাদের কথা খুঁজে নিন

   

মন চেয়েছে মেরুন শাড়ি, আয় নিয়ে যা------ দিয়ে যাস্ তোর বালিকা সুখ।

ট্রেনের নিচে গলাকাটা লাশটা আমার'ই হয়ত, ডাস্টবিনের গন্ধে তুস্টি খুজেছিলাম, পাইনি।

ময়ূর ও ময়ূরী - ০৪ ও বালিকা--- ভাল লাগে তোর চপল বিকেল, চঞ্চল রং এর কুকুর ছানা, উদাস দুপুরে বিড়ালের মিউ আয় নিয়ে যা------- চেয়ে দেখ তোর হরিণী চোখে। সুখ সুখ তোর অনুভবের দোল, বুক ভরে কাঁদিস শিশু কান্না, চাই চাই তোর কলমি ফুল আয় নিয়ে যা----------- দিয়ে যাস্ তোর অশ্রু আবেগ। তোর পিয়াস ঐ চাঁদের রাতে, জোনাকির সাথে নাচানাচি, চাই লক্ষ তারা ভেংচি কেটে আয় নিয়ে যা------- দিয়ে যাস রে মুচকি হাসি। ভাল লাগে তোর দমকা হাওয়া, কণ্ঠে জাগে কিচির মিচির, চাস্ রে তুই মুক্ত হতে অচেনা আহবানে আয় নিয়ে যা মুক্তির শরাব----------- দিয়ে যাস তোর মনের চাবি। বৃষ্টি ঝরে মনের কোনে, ভাবছিস্ তুই আবোল তাবোল, চাই বুঝি রে সঙ্গ এবার আয় নিয়ে যা------ দিয়ে যাস্ তোর ভেজা স্বপন। চুড়ির তালে, টিপের কপোল, কাঁজল চোখে সেজেছিস্ আজ যাচ্ছেতাই, মন চেয়েছে মেরুন শাড়ি আয় নিয়ে যা------ দিয়ে যাস্ তোর বালিকা সুখ। তংইয়ং, কোরিয়া ০৫/০২/২০১১ ইং বি.দ্র: বানান ভুলে ক্ষমা প্রার্থী।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।