আমাদের কথা খুঁজে নিন

   

অন্ডোকোষে আঘাত, ২ টাকার বাজি, এবং আমার নোবেল প্রাইজ প্রাপ্তির সম্ভাবনা।

চুশীল/প্রগুদিশীল/প্রচুদিশীল ব্লগার দ্বারা সাম্প্রদায়িক ঘোষণা করা হয়েছে।

আমি আমার ছোটবেলার একটা ঝগড়া মিটিয়ে ফেলেছি। ঝগড়াটা ছিল এরকমঃ আমরা দুই বন্ধু ডাঙ্গুলি খেলতাম। খেলার মাঝে ডাঙ্গুলিটা ওর পশ্চাৎদেশে আঘাত করে। সে অবশ্য একটা বাজি ধরে বলেছিল, "তুই যদি ডাঙ্গুলি দিয়ে আমার শিশ্মতে আঘাত করতে পারিস তাইলে তোকে ২ টাকা দেব।

" আমি ডাঙ্গুলিতে সজোড়ে বাড়ি মারি কিন্তু ওর শিশ্মের থলে টা একটু ছোট বলে ডাঙ্গুলিটা ওর পশ্চাৎদেশে আটকে যায়। এই নিয়ে তুমুল ঝগড়া। আমি ওকে কিছুতেই বোঝাতে পারি নাই যে, ওর শিশ্মের থলে টা ছোট। গ্রাম্য শালিস হওয়ার জোকার হয়েছিল কিন্তু সে তার শিশ্ম দেখাবে না বলে পণ করায় প্রমাণ করা যায়নি যে, ওর থলে ছোট। এবং বিষয়টা এত দিন পর্যন্ত অমিমাংসিতই থেকে যায়।

তো সেদিন এটর্নি জেনারেল জনাব মাহবুবে আলম এর কথা শুনে সে এক দৌড়ে আমাদের বাড়িতে এসে বলল, "চল্‌ দোস্ত ঝগড়া মিটিয়ে ফেলি। " মিটমাট হয়ে গেলে আমরা নোবেল প্রাইজও পেয়ে যেতে পারি। আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম এবং ঝগড়া মিটিয়ে ফেললাম। এই ঝগড়া মিটিয়ে ফেলাতে দুই পরিবারের মধ্যে হৃদ্যতা বেড়েছে। আগে যেখানে দুই পরিবারের সম্পর্ক লবন-মরিচ লেন-দেন এর মধ্যে সীমাবদ্ধ ছিল এখন সেই সম্পর্ক আটা-ময়দা লেন-দেন পর্যন্ত গড়িয়েছে।

এখন নরওয়ে'র নোবেল কমিটির কাছে সবিনয়ে জানতে চাই, ব্যক্তিগত জীবনে কারও সাথে ঝগড়া মিটিয়ে ফেললে নোবেল প্রাইজ দেয়ার ব্যবস্থা আছে কি না?? উল্লেখ্য, এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন , শান্তিতে নোবেল পুরস্কারের জন্য বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সন্তু লারমাই যোগ্য। শান্তির জন্য এ দু'জনই ভূমিকা রেখেছেন। চুক্তি করে দেশের মানুষকে একটি রক্তক্ষয়ী সংঘাত থেকে রক্ষা করেছেন। শান্তি স্থাপনে তারা যে অবদান রেখেছেন, নোবেল পুরস্কার পাননি বলে তার যে স্বীকৃতি মিলবে না সেটা বলা যায় না। বিঃ দ্রঃ ইহা কোন ফান পোস্ট নয়।

যে হালায় ফান পোস্ট মনে করবে তার সাথে ঝগড়া শুরু হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।