আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটের বাইরে সাকিবদের অন্য রকম এক দিন ।। উপভোগ্য ম্যাচের কথাই ভাবছেন ব্রড



ক্রিকেটররা নাকি যাযাবরের মত। দীর্ঘ দিন দেশের বাইরেই কাটাতে হয়। নিকটাত্মীয়দের কাছেও পাওয়া যায় কম। ক্রিকেট খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়া ক্রিকেটাররা চায় ক্রিকেটের বাইরে একটু সময় কাটাতে। বাংলাদেশের ক্রিকেটাররা গতকাল ক্রিকেটের বাইরে তেমনই একটি দিন কাটিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর ক্রিকেটারদের মনে চাঙ্গা ভাব ফিরিয়ে আনতে গতকালটা কাটিয়েছে একান্তই নিজেদের মত করে। ক্রিকেট থেকে দূরে একটা দিন কাটানোর জন্য বাংলাদেশ দল গতকালের অনুশীলনটা আগের দিনই সেরে নিয়েছিল। গতকাল সকালটা হোটেলে কাটিয়ে বিকেলে সাকিবরা গিয়েছিলেন ভাটিয়ারী গলফ ক্লাবে। যেখানে ক্রিকেট থেকে দূরে একটা বিকেল কাটিয়েছে সিডন্সের শিষ্যরা। একেবারে সতেজ মন নিয়ে ক্রিকেটাররা আজ থেকে আবারো ক্রিকেটে মনোনিবেশ করবে।

গতকাল গলফ ক্লাবে সাকিব, তামিম, আশরাফুলরা গলফ খেলে এবং হৈ হুল্লোড় করে বিকেলটা কাটিয়েছেন। গলফ খেলা ছাড়াও মাছ ধরে এবং নৌকা ভ্রমন করে বিকেলটা কাটিয়েছেন সাকিবরা। ক্রিকেটের বাইরে একটা দিন কাটানোর জন্য একাধিক লোকেশান থেকে শেষ পর্যন্ত গলফ ক্লাবকে বেছে নেওয়া হয়। যেখান থেকে একেবারে সূর্যাস্ত দেখে হোটেলে ফিরেছে টাইগাররা। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লজ্জাজনক হারের সে ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা ভুলে যেতে সব কিছুই করছে টিম ম্যানেজম্যান্ট। ইংল্যান্ড দলও গতকাল কোন অনুশীলন করেনি। দলটির ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে ঘুরে ফিরে কাটিয়েছে গতকালের দিনটা। সকালে ১২ জন ক্রিকেটার গিয়েছিলেন ভাটিয়ারী গলফ ক্লাবে। ৫ জন চিটাগাং ক্লাবে গিয়ে টেনিস খেলে সময় কাটিয়েছে।

তবে আরেকজনকে যেতে হয়েছে হাসপাতালে। তিনি হলেন দলের অন্যতম পেস বোলার স্টুয়ার্ট ব্রড। চেন্নাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্মরণীয় এক ম্যাচ খেলার পর ডান পাশে পাজরের নিচে ব্যথা অনুভব করেন ব্রড। তাকে নেওয়া হয় সিএসসিআর হাসপাতালে। সেখানে তার পরীক্ষা নীরিক্ষা হয়েছে।

তবে বাংলাদেশের বিপক্ষে খেলার ব্যাপারে এখনো নিশ্চিত নন ব্রড। আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে, বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছেনা দলের অন্যতম সেরা ব্যাটসম্যান কেভিন পিটারসেনের। পিটারসেন এবং ব্রড বিহীন ইংল্যান্ড কেমন হবে তার প্রতিক্রিয়াটা জানা যায়নি বাংলাদেশ দলের কারো কাছে। আগামী ১১ মার্চের ম্যাচটি জিতে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে চায় বাংলাদেশ। ঢাকায় হারানো আত্নবিশ্বাসটা চট্টগ্রামেই ফিরে পেতে চায় টাইগাররা।

তবে গতকাল সংবাদ সম্মেলনে ইংলিশ ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড জানিয়ে দিয়েছেন তারা বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকে বেশ গুরুত্বের সাথেই নিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। যা কাজে লাগবে বাংলাদেশের বিপক্ষে। কেভিন পিটারসেন ফিরে গেছেন দেশে, তার নিজের খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তারপরও স্টুয়ার্ট ব্রড মনে করেন তাদের ম্যাচ জেতার সামর্থ রয়েছে।

আর বাংলাদেশ যেহেতু আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটাতে ভাল খেলতে পারেনি, তাই তারাও চাইবে ম্যাচে ফিরতে। আর বাংলাদেশ সব সময়ই ফাইটিং একটা দল। এ কন্ডিশনে বাংলাদেশকে হারানো কঠিন কাজ। তারপরও আমরা জয় ছাড়া অন্য কিছু ভাবতে চাইনা। পিটারসেন দেশে ফিরে যাওয়ায় তার বদলী হিসেবে এসেছেন ইনজুরির জন্য বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া ইয়ান মর্গেন।

ব্রডের আশা মর্গেনও ভাল করবে। একদিনের ক্রিকেটে মর্গেন গত বছর ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান ছিলেন। অনেক ম্যাচও জিতিয়েছেন মর্গেন। কাজেই তার উপর ভরসা করার অনেক কারণ রয়েছে। ব্রডের আশা আয়ারল্যান্ডের বিপক্ষে হারের পর ইংলিশ বোলাররা ফিরে পেয়েছে তাদের হারানো ছন্দ।

এই ছন্দে থাকলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতাটা কঠিন কোন কাজ হবে বলে মনে করেন না ব্রড। আবার ইংলিশ কেন বিশ্বের যে কোন বোলারদের কচু কাটা করার ক্ষমতা রয়েছে তামিম ইকবালের তাও মেনে নিয়েছেন ব্রড। গত ইংলিশ সফরে তা ভালই টের পেয়েছিলেন ব্রড। তাইতো তামিমের ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছেন ব্রড। সব মিলিয়ে একটি আকর্ষণীয় ম্যাচের কথাই ভাবছেন ব্রড।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।