আমাদের কথা খুঁজে নিন

   

আরো এক ডজন জোকস, এই বার অবশ্য দুইটা মিসিং

পোস্ট পইড়া ভাল লাগলে কম্পুর স্ক্রীন চাটবেন, কামে দিব...

আগের এক ডজনের সাথে দুইটা ফ্রী সহ ১৪ টার জন্য নিচে গুতানঃ এক ডজন জোকস, সাথে আরও দুইটা একদম ফ্রী.... ১৫। এক প্রোগ্রামারের বাড়িতে টিউবলাইট জ্বলছিলনা। বাসায় টিউবলাইটটি পাল্টানোর কথা উঠতেই তার পরিষ্কার জবাব, “এটা Just একটা Hardware problem, replace না করে solve করা যাবে। “ ১৬। গণিত ক্লাশ চলছিল।

শিক্ষক ছাত্রদের একটি উপপাদ্য বোঝাচ্ছিলেন। তিনি বললেন, “ABC ত্রিভুজের A বিন্দুতে কিছু খাবার এবং B বিন্দুতে একটি কুকুর রাখলে কুকুরটি ACB পথে না গিয়ে AB পথে গিয়ে খাবার গুলো খাবে, কারণ কুকুর মাত্রই জানে, ত্রিভুজের যে কোন দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। “ ১৭। কিন্ডারগার্ডেনে ক্লাশ চলছিল। শিক্ষক ছাত্রদের প্রাণী পরিচিতি বোঝাচ্ছিলেন।

তিনি বানর নিয়ে আলাপ করছিলেন। তিনি বানরের চেহারার বর্ণনা দিচ্ছিলেন। কিন্তু বাচ্চারা নিজেদের মধ্যে কথা বলছিল। তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি বললেন, “তোমরা যদি বানরের চেহারা সম্পর্কে জানতে চাও তবে আমার দিকে তাকাও। “ ১৮।

প্রোগ্রামাররা নাকি ফ্রীজ খুলে তা বন্ধ করার আগে Shut down বাটন খুঁজে! ১৯। কলেজে পদার্থবিজ্ঞান ক্লাশ চলছিল। শিক্ষক রেনোর চাপীয় সূত্র পড়াচ্ছিলেন। ছাত্ররা নিজেদের মধ্যে কথা বলছিল। তিনি বললেন, “আমার উপর এমনিতেই প্রবল চাপ, সুতরাং মাথাও গরম, তোমরা যদি এইভাবে কথা বল তাহলে কেমনে পড়াব?” এরপর এক ছাত্রের টিপ্পনী শুনুন, “স্যার আপনার মাথাও দেখি রেনোর চাপীয় সূত্র মেনে চলে, তাপমাত্রা চাপের সমানুপাতিক, আয়তন স্থির......!” ২০।

একবার এক প্রোগ্রামার বাজার থেকে এক কেজি মাংস কিনে বাসায় ফিরল। কিন্তু কিছুক্ষন পরেই সে আবার বাজারে গেল এবং মাংসের দোকানীর কাছে অভিযোগ করল যে তাকে ২৪ গ্রাম মাংস কম দেয়া হয়েছে। ২১। আমার এক বন্ধুর মাথার চুল খুশকিতে ভরে গিয়েছিল। আমি তাকে শ্যাম্পু ব্যবহারের পরামর্শ দিলাম (বাঙালি তো, সুযোগ পাইলেই জ্ঞান জারি আর কি!)।

তার উত্তর, “আরে শ্যাম্পু দিতে দিতে মাথার চুল সব চলে যাচ্ছে, মাগার খুশকি একটাও যাচ্ছে না। “ হায়রে শ্যাম্পু......! ২২। টেবিলে একটি গ্লাস রাখা হল, যার অর্ধেক পানিপূর্ণ। নৈরাশ্যবাদীরা বিষয়টা ব্যাখ্যা করবে এভাবে, “গ্লাসটি অর্ধেক খালি। ” আশাবাদীরা বলবে, “গ্লাসটি অর্ধেক পূর্ণ।

” জটিল মানসিকতার মানুষেরা বলবে, “গ্লাসটিতে যতটুকু পানি আছে, ততটুকু পানি ধারনের জন্য যতটুকু আয়তনের গ্লাস দরকার, এই গ্লাসটার আয়তন তার দ্বিগুণ। “ কিপটে লোকেরা বলবে, “খামাকা এত বড় গ্লাস, অর্ধেকেই চলত......। ” আর প্রোগ্রামাররা বলবে, “Unnecessarily ভলিউম বাড়ানো হয়েছে, Developer এর মাথায় ঘিলু নাই। “ ২৩। এস.এস.সি পরীক্ষা আগে আমাদের বিদায় অনুষ্ঠানের সময় মানপত্র পাঠ করছিল দশম শ্রেণীর এক ছাত্র।

সে পড়তে গিয়ে একটু আটকে যাওয়াতে কতগুলো পরীক্ষার্থীর টিপ্পনী, “আরে বাবা এত কষ্ট করে পড়া লাগে? কোন বই থেকে লিখেছ বললেই তো হয়ে যায়, আমরা সময় করে পরে নিতাম...!” ২৪। কোন এক স্কুলের ক্লাশ ফাইভের ক্লাশ চলছে। শিক্ষক সমাজ পড়াচ্ছিলেন। তিনি বললেন, “ বাংলাদেশের স্বাধীনতায় অবদানের জন্য শেখ মুজিবুর রহমান আমাদের কাছে চির ভাস্বর হয়ে আছেন। ” এ সময় তিনি এক ছাত্রকে অন্যমনস্ক দেখতে পেলেন।

তিনি তাকে দাঁড় করালেন। ঐ ছাত্র আবার চির ভাস্বর শব্দটি আগে শোনেনি। তিনি তাকে জিজ্ঞেস করলেন, “বলত আমি একটু আগে কি বলেছি?” শিক্ষকের কথাগুলো তার কানে একটু একটু repeation হচ্ছিল। সে সেখান থেকে বলে দিল, “বাংলাদেশের স্বাধীনতায় অবদানের জন্য শেখ মুজিবুর রহমান আমাদের কাছে চিরতার রস হয়ে আছেন। ”



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।