আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনার নেক্সট টার্গেট কি?

স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন!

রায় যা হওয়ার কথা ছিল, তাই হয়েছে। আদালত সঠিক ভাবেই রায়টি পাঠ করতে পেরেছেন। এ বিষয়ে বেশী কিছু না বলি... পাছে আবার আদালত অবমাননা হয়ে যায়!! যা বলার তা গতকাল আওয়ামী ঘরনার লোক এডভোকেট রোকন উদ্দিন মাহমুদ আদালতে বলে দিয়েছেন। আমরা আমজনতা; বরং অন্য বিষয় নিয়ে আলোচনা করা যাক! তিল তিল করে জমে উঠা প্রতিহিংসার জ্বালা মেটানোর প্রাথমিক স্টেজ শেখ হাসিনা সফল ভাবে সম্পন্ন করেছেন। ডঃ উইনুস কে তিনি গ্রামীন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে টেনে নামাতে পেরেছেন।

কিন্তু এত অল্পতে তাঁর মনের ক্ষোভ মিটবে বলে মনে হয় না। ব্যবস্থাপনা পরিচালক না থাকলেও কোন না কোন ভাবে ডঃ ইউনুস ঠিকই গ্রামীন ব্যাংকের সাথে যুক্ত থাকবেন; অথবা গ্রামীন ব্যাংক তাকে ছাড়তে চাইবে না। গ্রামীন ব্যাংকের এই ইউনুস-প্রীতি শেখ হাসিনার অন্তঃজ্বালা আরো বাড়িয়ে দিবে। তাহলে?? ইউনুস কে শায়েস্তা করতে এরপর উনি আর কি কি করতে পারেন তার একটা সম্ভাব্য তালিকা করা যাকঃ ১. ডঃ ইউনুস বিদেশীদের চর- এই যুক্তিতে তাকে দেশ থেকে বহিস্কার করতে পারেন। ২. গ্রামীন ব্যাংক আসলে শেখ মুজিবেরই স্বপ্ন ছিল- এই যুক্তি দেখিয়ে এর নাম পরিবর্তন করে "শেখ মুজিব ভিলেজ ব্যাংক" রাখতে পারেন।

৩. ৪. ৫.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।