আমাদের কথা খুঁজে নিন

   

এককে ফিরছেন না হিঙ্গিস

অবসর ভেঙে ফিরেছেন। তবে তা শুধুই দ্বৈত লড়াইয়ের জন্য। এই মুহূর্তে এককে ফেরার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সু্ইজারল্যান্ডের টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস।

২০০৩ সালে টেনিস ছেড়েছিলেন এই সুইস তারকা। গোড়ালির চোটই ছিল অপরিণত বয়সে টেনিস ছেড়ে দেওয়ার মূল কারণ।

তিন বছর পর অবশ্য টেনিসের টানেই ফিরে এসেছিলেন তিনি। কিন্তু ২০০৭ সালে ড্রাগ নেওয়ার অভিযোগ উঠলে আবার অবসরের ঘোষণা দেন মেয়েদের টেনিসের এই সাবেক এক নম্বর খেলোয়াড়। হিঙ্গিস নিজেকে নির্দোষ দাবি করলেও আন্তর্জাতিক টেনিস ফেডারেশন তাঁকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে। পেশাদারি টেনিসে দীর্ঘ বিরতির পর ৩২ বছর বয়সী এই সুইস তারকা গত মাসের মাঝামাঝিতে ঘোষণা দেন, আবার টেনিসে ফিরছেন তিনি। টেনিসের হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়ার কয়েক দিনের মধ্যেই আসে এই ঘোষণা।



প্রথমে শোনা যায়, শুধু দ্বৈতে খেলবেন হিঙ্গিস। পরে গুঞ্জন ওঠে তাঁর এককে ফেরা নিয়ে। তবে সেই গুঞ্জনে গতকাল জল ঢেলে দিলেন হিঙ্গিস, ‘এই মুহূর্তে এককে ফেরার পরিকল্পনা নেই। এর জন্য কঠোর পরিশ্রম করতে হয়। টুর্নামেন্টে খেলা সহজ।

কিন্তু এর পেছনে যে পরিশ্রমটা দরকার, সেটা লোকে দেখে না। ছয় থেকে আট ঘণ্টা অনুশীলন করতে হয়। বয়স যত বাড়ে, এটা ততই কঠিন হয়ে পড়ে। ’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।