আমাদের কথা খুঁজে নিন

   

বাজিকর ঠেকাতে এত আয়োজন থাকলেও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক বাজিকরকে দেখা গেল প্রকাশ্যে।

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
তিনি বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল! ২৫ বাজিকরকে হন্যে হয়ে খুঁজছে আইসিসি। বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বিমানবন্দরে সতর্কবার্তা দিয়ে রেখেছে বিসিবি। বাজিকর ঠেকাতে এত আয়োজন থাকলেও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক বাজিকরকে দেখা গেল প্রকাশ্যে। তিনি বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল! 'আমার ছয় বলে ১৫ রান করতে পারলে এক লাখ টাকা'_ তামিম এমন বাজি ধরেছিলেন রুবেলের সঙ্গে। কথা অনুযায়ী ব্যাট-প্যাডও পরেন রুবেল।

বলও করেন তামিম। বিতর্ক এড়াতে আম্পায়ার বানানো হয় অধিনায়ক সাকিবকে। তারপরও এ বাজিতে জেতেননি কেউ। হয়নি মীমাংসাও। রুবেলের দাবি, তিনি জিতেছেন, তামিমের দাবি তিনি।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মজার এমনসব ঘটনা ঘটেছে গতকাল সোমবার। আইসিসি যে বাজিকরদের খুঁজছে তামিমরা সেই বাজিকর নন। বোলার রুবেলের আত্মবিশ্বাস বাড়াতেই অনুশীলনে ফান করে এমন বাজি ধরেন তামিম। গতকাল দিনভর এমন হাস্যরসে মজে থাকতে দেখা গেছে বাংলাদেশ দলের এ ওপেনারকে। কখনও রুবেলের সঙ্গে, কখনও সাকিবের সঙ্গে, কখনওবা সাংবাদিকদের সঙ্গে মজা করেন তামিম।

কোচ সিডন্সও এসব উপভোগ করেন প্রাণভরে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৫৮ রানে অলআউট হয়ে যাওয়ায় চাপে আছে বাংলাদেশ। আর এ চাপকে জয় করতেই এমন হাস্যরস। সমকাল মামা লিখছে ০৮/০৩/১১
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।