আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞাপনটির প্রচার নিষিদ্ধ হোক।



বাসর রাত ! ঘরে ঢুকেই স্বামী-স্ত্রীর ক্রিকেট খেলা শুরু। ব্যাট হাতে স্ত্রী উত্তেজিত। স্বামীর হাতে বল (!) ..... এবার নিক্ষেপের সময়। কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট হয়ে তা বাইরে গড়িয়ে পড়লো.......!! এ ঘটনায় হতাশ স্ত্রীর মুখে তাচ্ছিল্যের হাসি .... "এত্তো ফাষ্ট ?" আর তখনই পুরুষ কন্ঠের জিঙ্গেল "এই মধুর রাতে এতো স্লো, তাও আবার বল হাতে ? নিন বাংলালায়ন ওয়াইম্যাক্স, হয়ে যান সুপার ফাস্ট!" পরের ঘটনাপ্রবাহে ঘরের ভিতরে ভাংচুর শব্দ এবং এক পুরুষ কন্ঠে প্রশান্তির (!) আওয়াজ "আহহ্ ....!!!" এবং একই সময় দরজার বাইরে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের মাথা ঘুরে পড়ে যাওয়া (পরাজয় !)। এই হল অতি সম্প্রতি টিভিতে প্রচারিত বাংলালায়নের এ্যাড্। সরকার যখন সিনেমার অশ্লীলতা রোধে আদাজল খেয়ে নেমেছে তখন নাকের ডগায় এসব কি?! হৃতুপর্ণা এদেশের সিনেমায় যে রসালো(!) ধারার সূত্রপার করেছিলো, বিজ্ঞাপন চিত্রে বাংলালায়নকে সেই ধারারই পথপ্রদর্শক মনে হয়েছে। সুশীলদের আনেকেই বিজ্ঞাপনটিকে ধনাত্মক ভাবে নিবেন জানি। কিন্তু আমার মতো অধম, যারা এদেশের কৃষ্টি-কালচার ও ধর্মীয় মূল্যবোধকে এখনও যাদুঘরে পাঠাতে পারিনি তাদের সমস্বর দাবি - "বিজ্ঞাপনটির প্রচার নিষিদ্ধ হোক।"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।