আমাদের কথা খুঁজে নিন

   

চৌহালীতে যমুনা গর্ভে বিলীন মসজিদ ও ভবন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ জানান, বৃহস্পতিবার সকালে পদ্মা নামের সরকারি বাসভবনটি ও মসজিদ নদীতে ভেঙে পড়ে। এছাড়া পুরো উপজেলা পরিষদ কার্যালয় ঝুঁকির মধ্যে পড়েছে।
“ভাঙ্গনের তীব্রতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে চোখের সামনেই মসজিদসহ দু’টি ভবন বিলীন হয়ে গেল। আমরা কিছুই করতে পারিনি।”
ভাঙ্গনের মুখে পড়ায় সকাল থেকে উপজেলা পরিষদ ভবন থেকে কাগজপত্র সরিয়ে নেয়া হচ্ছে বলেও জানান তিনি।           
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জ্যোতি দাস ঘোষ জানান, ভাঙ্গনের বিপরীতে কোনো প্রতিরক্ষাই কাজে আসছে না। এর আগে গত বছরে ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রায় পৌনে দু’কিলোমিটার দৈর্ঘ্যের তীর রক্ষা বাঁধও যমুনা গর্ভে বিলীন হয়ে যায়। সেই সঙ্গে বিলীন হয়ে যায় বেশ কিছু স্থাপনা এবং বিপুল আয়তনের জমি।
যমুনার ভাঙ্গনের তীব্রতা বেড়ে যাওয়ায় স্থানীয়রাও আতঙ্কে রয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।