আমাদের কথা খুঁজে নিন

   

বেসরকারি কলেজ শিক্ষকদের টাইমস্কেল বন্ধের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন

সাংবাদিক, শিক্ষক

বেসরকারি কলেজ শিক্ষকদের টাইমস্কেল বন্ধের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে কালীগঞ্জ শহরের মেন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপি মানববন্ধনে ২শ কলেজ শিক্ষক অংশ নেন। এ সময় শিক্ষকরা ১০ বছর পর টাইমস্কেল প্রদান ও ২ মাসের ব্যবধানে বন্ধ করার প্রতিবাদ জানান। পরে উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরার নিকট ৫ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বন্ধ করা টাইমস্কেল চালু, ৭ তারিখের মধ্যে বেতন নিশ্চিত, মানসম্পন্ন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভূক্তকরণ, মূল বেতনের ৫০% বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাস্তবসম্মত করা ও বৈষম্য দূর করে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের দাবি জানানো হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.