আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইনে যত কোর্স



এ দুটি কোর্সই সম্পূর্ণ অনলাইনভিত্তিক। এর পাঠদান ও পরীক্ষা অনলাইনেই অনুষ্ঠিত হয়। এ ফিট ও সিডিসিএস দুটিই আন্তর্জাতিক কোর্স। যেকোনো একটি কোর্স সফলভাবে শেষ করলে ইনস্টিটিউট অব এঙ্পোর্ট-ইউকে এবং আইসিসি বাংলাদেশ_এ দুটি প্রতিষ্ঠানের সার্টিফিকেট দেওয়া হয়। ফিট কোর্সটি ব্যাংকের আন্তর্জাতিক আমদানি-রপ্তানি তথা ফরেন এঙ্চেঞ্জ বিভাগে যাঁরা কাজ করতে চান তাঁদের জন্য।

আর সিডিসিএস হলো আন্তর্জাতিক নিয়মানুযায়ী ব্যাংকের ক্রেডিট বিভাগ কিভাবে কাজ করে সে বিষয়ে ফিন্যান্স অব ইন্টারন্যাশনাল ট্রেড কোর্স কাদের জন্য FIT কোর্সটি মূলত ব্যাংকার, ইনস্যুরেন্স কম্পানি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে যাঁরা আন্তর্জাতিক বাণিজ্য, চুক্তি, বিক্রয়, আমদানি-রপ্তানি ও বাণিজ্য উন্নয়ন বিভাগে কর্মরত আছেন তাঁদের জন্য আয়োজন করা হয়। কোর্সটি কেন করবেন এটি একটি বিশ্বমানের কোর্স। বিশ্বের যেকোনো দেশে এ কোর্সটির চাহিদা রয়েছে। আমাদের দেশেও ব্যাংকসহ আমদানি-রপ্তানিকারক বিভিন্ন প্রতিষ্ঠানে এ কোর্স সম্পন্নকারীদের বেশ চাহিদা রয়েছে। এ ছাড়াও যাঁরা এখন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাঁরা নিজেদের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি ও কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে কোর্সটি করতে পারেন।

কী কী পড়ানো হয় দুই মাসব্যাপী এ কোর্সে আমদানি-রপ্তানি বিভাগের বিভিন্ন বিষয় যেমন_মেথড অব পেমেন্ট, ইমপোর্ট ডকুমেন্টারি ক্রেডিট, স্ট্রাকচারড ট্রেড ফিন্যান্স, আইএফসি গ্লোবাল ট্রেড ফেসিলিটেশন প্রোগ্রাম, বিল অব এঙ্চেঞ্জ, বন্ড অ্যান্ড গ্যারান্টি, ইনভয়েস ডিসকাউন্টিং, এঙ্পোর্ট ক্রেডিট এজেন্সি, ওয়্যারহাউস ফিন্যান্সিং, কমপ্লেঙ্ ট্রানজেকশনসহ বিভিন্ন বিষয় শেখানো হয়। সময় ও খরচ এ কোর্সটি সম্পন্ন করতে সময় লাগে দুই মাস। অনলাইনে সর্বমোট ৪০ ঘণ্টা ক্লাস হবে। যেহেতু কোর্সটি চাকরিজীবীদের জন্য, তাই ক্লাস সাধারণত সন্ধ্যায় হয়। বছরে মার্চ ও সেপ্টেম্বর দুটি সেশনে কোর্সটি অনুষ্ঠিত হয়।

এ কোর্স করতে খরচ লাগে মোট ৪৫০ ইউরো। সার্টিফিকেট ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট কেন এ পরীক্ষা? আন্তর্জাতিকভাবে এ কোর্স গ্রহণযোগ্য। বিশ্বের ১২৭টি দেশে আইসিসি ও আইএফএস মিলিতভাবে কাজ করে যাচ্ছে। উভয় প্রতিষ্ঠান মিলে সিডিসিএস কোর্সের পরীক্ষা নিয়ে থাকে। আগে দেশের বাইরে বিশেষ করে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে এ কোর্সের পরীক্ষা নেওয়া হলেও ২০০৮ সাল থেকে বাংলাদশেও এর পরীক্ষা হচ্ছে।

কোচিং ও পরীক্ষা এ কোর্সের জন্য কোনো কোচিং করানো হয় না। তবে এ ক্ষেত্রে যেহেতু প্রায় সবাই নতুন থাকে সেই বিবেচনায় পুরনোদের দিয়ে ওরিয়েন্টেশন ক্লাস নেওয়া হয়। আর প্রতি বছর একবার এ পরীক্ষা নেওয়া হয়। সাধারণত এপ্রিল মাসে পরীক্ষা হয়। যে যে বিষয়ে প্রশ্ন থাকবে ডকুমেন্টারি ক্রেডিটস অ্যান ওভারভিউ, দ্য সেলস এগ্রিমেন্ট, ডকুমেন্টারি ক্রেডিটস টাইপস অ্যান্ড ইউজেস, পার্টিস টু ডকুমেন্টারি ক্রেডিট ট্রানজেকশন রুলস অ্যান্ড রেসপনসিবিলিটিস, ইস্যুস অ্যান্ড অ্যামেন্ডমেন্ট, ট্রান্সপোর্ট ডকুমেন্টস, আদার ডকুমেন্টস, প্রেজেনটেশন পরীক্ষা এবং সেটলমেন্ট, ডকুমেন্টারি ক্রেডিটস, রিলেটেড প্রোডাক্টস, রিস্ক ইস্যুস ইত্যাদি।

কোর্স সম্পন্নকারীদের সুযোগ-সুবিধা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ কোর্সের পরীক্ষা শেষে একজন ব্যাংককর্মী পাবেন বিশ্বব্যাপী কাজ করার বৈধতা। এ ছাড়াও বাংলাদেশের যেকোনো ব্যাংকে কোর্স সম্পন্নকারীরা নিয়োগে বাড়তি সুবিধা তো পাবেনই। ফিট এবং সিডিসিএস কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এ ঠিকানায়_ চন্দ্রশীলা সুবাস্তু টাওয়ার ৬৯/১ পান্থপথ, ঢাকা। ফোন : ০২-৮৬২ ১৯৪২, ০২-৯৬৭ ৬৬৯৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।