আমাদের কথা খুঁজে নিন

   

সপ্তাহের ২য় কার্যদিবসেও পুঁজিবাজারের চাঙাভাব

যাহা বলি সত্য বলি....

দেশের দুই শেয়ারবাজারে সপ্তাহের ২য় কার্যদিবস সোমবারও সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়েছে। বেলা সোয়া ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) মোট ২৩৪টি কোম্পানির লেনদেন হয়। এর মধ্যে ২১০টির দাম বেড়েছে, কমেছে ২১টির ও অপরিবর্তিত ছিল ৩টি কোম্পানির। একই সঙ্গে সাধারণ সূচক ১২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬শ’ ৬৩ পয়েন্টে পৌঁছেছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় মোট ২৭৭ কোটি টাকার শেয়ার।

ডিএসই’তে সূচক বাড়ার মধ্য দিয়েই লেনদেন শুরু হয়। বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সূচক একটানা বেড়েছে। এই সময়ে সূচক বাড়ে প্রায় ১২৯ পয়েন্ট । এরপর সাড়ে ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত সূচক ছিল নিম্নমুখি । পরবর্তীতে ১১টা ৫০মিনিট থেকে সূচক আবার বাড়তে থাকে, যা অব্যাহত ছিল ১২টা ১৫ মিনিট পর্যন্ত ।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) বেলা সোয়া ১২টা পর্যন্ত ১৫৬টি কোম্পানির লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ২০টির ও অপরিবর্তিত ছিল ৭টি কোম্পানির। পাশাপাশি সিএসই সিলেক্টিভ ক্যাটাগরির ইনডেক্স(সিএসসিএক্স) ১৭৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২শ’ ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।