আমাদের কথা খুঁজে নিন

   

সপ্তাহের নায়ক

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার তরুণ কেশব চন্দ্র রায় নানা প্রতিকূলতার মধ্যেও লেখাপড়ার পাশাপাশি নিজেকে সমাজসেবামূলক কাজে জড়িয়ে অর্জন করেছেন জাতিসংঘের সম্মানজনক ‘ইয়ুথ কারেজ অ্যাওয়ার্ড ফর এডুকেশন’ পুরস্কার। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন মীর মাহমুদুল হাসান

সমাজসেবামূলক কাজে কীভাবে জড়ালেন?

সপ্তম শ্রেণীতে ভর্তি হওয়ার সময় আমার পড়ালেখা বন্ধ হয়ে যায় পারিবারিক অভাব-অনটনের কারণে। কাজ শুরু করি স্কুলের পাশে বিন্নাকুড়ি বাজারে ভাঙাড়ির দোকানে। সে সময় বাড়ির পাশে বসত সূর্যমুখী শিশু সংগঠনের সভা (বর্তমানে সূর্য উদয়)। সে সংগঠনের সভাপতি ছিলেন প্রতিবেশী বড় ভাই কাঞ্চন রায়। তিনি আমাকে আবার স্কুলে ভর্তি হতে উৎসাহিত করেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।