আমাদের কথা খুঁজে নিন

   

৮৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস টুকিটাকি

জাবেদ ইকবাল। ছোটকা থেকেই লেখালেখি তার এক ধরণের বদ অভ্যাসে পরিণত হয়।
হলিউডের প্রত্যেক তারকাই স্বপ্ন দেখেন অস্কার জয়ের। তারকাদের মধ্যে এই পুরস্কার নিয়ে মাতামাতির অন্ত থাকে না। প্রত্যেকেই অপেক্ষার প্রহর গোনেন কাঙ্ক্ষিত এই দিনটির।

২৭ ফেব্রুয়ারি ছিল কাঙ্ক্ষিত সেই দিন। লস অ্যাঞ্জেলেসে রোববার কোডাক থিয়েটারে লস অ্যাঞ্জেলেসের সময় রাত আটটায় শুরু হয় ৮৩তম অস্কার অনুষ্ঠান। ২. বিশ্বের নামীদামি তারকাদের লালগালিচা সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। লালগালিচা সংবর্ধনায় উপস্থিত ছিলেন হলিউড থেকে শুরু করে বলিউডের তারকারাও। মিলা কিউনিস, হিলারি সোয়াঙ্ক ও হেইলি স্টেইনফিল্ড, নিকোল কিডম্যান, হলি বেরি, জেনিফার হাডসন, সান্ড্রা বুলক, ঐশ্বরিয়া—প্রত্যেকে নিজের মোহজাল ছড়িয়েছেন এ অনুষ্ঠানে।

৩. ঐশ্বরিয়া ও অভিষেকের নাকি অস্কারের অনুষ্ঠানে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। লস অ্যাঞ্জেলেসে ছুটিটা উপভোগ করছিলেন তাঁরা। হঠাৎ মওকাটা পেয়ে গেলেন। কিন্তু কী পরবেন তা-ই নিয়ে ঐশ্বরিয়া পড়লেন বিপাকে। অভিষেকের ঝামেলা কম।

কারণ, পুরুষদের ড্রেসকোড দেওয়া আছে। শেষমেশ কয়েকজন ডিজাইনার বন্ধুর সঙ্গে পরামর্শ করে ঐশ্বরিয়া আরমানির একটা জামা গায়ে চড়ালেন। বলিউড থেকে অস্কারে আরও যোগ দিয়েছিলেন অভিনেত্রী মল্লিকা শেরওয়াত ও সংগীতজ্ঞ এ আর রহমান। সংগীতশিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা, রিয়ান্না, টেইলর সুইফট, সেলিন ডিওন, জন এলটন প্রমুখ। ৪. এত দিন নিজেদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের কথা বলে ফাঁকি দিলেও শেষ পর্যন্ত অস্কারে এসে জাস্টিন বিবার-সেলিনা গমেজ তাঁদের আসল কথা স্বীকার করেছেন।

৫. সবার প্রত্যাশা অনুযায়ী এবারের অস্কারের সেরা ছবি নির্বাচিত হয় দ্য কিংস স্পিচ। সেরা অভিনেতার পুরস্কার অনেক আগে থেকেই অনুমান করা ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। হ্যাঁ, সেরা অভিনেতা নির্বাচিত হন দ্য কিংস স্পিচ ছবির জন্য কলিন ফার্থ। পুরস্কার জেতার পর কলিন বলেন, ‘গতবারও মনোনয়ন পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য, পুরস্কার পাইনি।

তবে এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি আরও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে চাই। ’ ৬. সেরা অভিনেত্রী হয়েছেন ব্ল্যাক সোয়ান ছবির জন্য নাটালি পোর্টম্যান। কলিন ফার্থের মতো অবস্থা নাটালি পোর্টম্যানেরও। অস্কার জেতার পর বলেন, ‘আমি এতই খুশি যে কিছুই বোঝাতে পারছি না।

তবে আমার মনে হয়, সবচেয়ে খুশি হয়েছে আমার গর্ভের বাচ্চাটা। প্রতিটি গানের তালে তালে সে নড়ে উঠছে। ’ ৭. ফাইটার ছবির জন্য সেরা সহ-অভিনেতা নির্বাচিত হন ক্রিশ্চিয়ান বেল। পুরস্কার জেতার পর ঘরে ফেরার জন্য অস্থির হয়ে ওঠেন তিনি। অনুষ্ঠানে বেল জানান, ‘আমার আর তর সইছে না; কখন ঘরে ফিরব এবং আমার মেয়ের হাতে এই পুরস্কার তুলে দেব।

আমার মেয়ে সুন্দর একটা হাসি দিয়ে বলবে, “বাবা, ধন্যবাদ”। ’ বেলের এমন কথা শুনে উপস্থিত অনেকেরই চোখ ছলছল করছিল। এ ছাড়া ফাইটার ছবিতে অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা সহ-অভিনেত্রী নির্বাচিত হন মেলিসা লিও। পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘এ মুহূর্তের কথা কখনো ভোলার নয়। আজীবন এই সময়টুকু স্মৃতি হয়ে থাকবে।

দুই বছর আগে যখন ক্যাথকে (২০০৮ সালের অস্কার বিজয়ী) দেখতাম, তখন মনে মনে ভাবতাম, ইস, আমি যদি পারতাম! আজ পেরেছি, তাই সবার প্রতি কৃতজ্ঞতা রইল। ’ হলিউডি তারকা অ্যানা হ্যাথওয়ে ও জেমস ফ্রাংকোর প্রাণবন্ত উপস্থাপনায় জমে ওঠে এবারের অস্কার। জাবেদ ইকবাল সূত্র: ওয়েবসাইট [০৩.০৩.২০১১ প্রথম আলো আনন্দ পাতার জন্য লিখিত। ] Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।