আমাদের কথা খুঁজে নিন

   

যুবরাজের অর্ধশতক পূর্ণ এবং আয়ারল্যান্ডের স্বপ্নভঙ্গ, জয়ী ভারত

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা

বিডিস্পোর্টসনিউজ ডেস্কঃ ব্যাঙ্গালুরুতে আবারও অঘটন ঘটানোর প্রত্যাশা নিয়ে ভারতের বিপক্ষে খেলতে নেমেছিলো আয়ারল্যান্ড। টসে জিতে ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি তাদের ব্যাটিংয়ের আমন্ত্রন জানান। আর ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পরে আয়ারল্যান্ড। পোর্টারফিল্ডের ৭৫, নেইল ওব্রেইনের ৪৬, কুসাকের ২৪ এবং ট্রেন্ট জনসনের ১৭ রানের সৌজন্যে ৪৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। বোলিংয়ে যুবরাজ সিং ১০ ওভারে ৩১ রান দিয়ে ৫ উইকেট নেন।

৯ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেন জহির খান। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরতেই ধাক্কা খায় ভারত। জনস্টনের বলে জনস্টনের হাতেই ক্যাচ তুলে আউট হন শেবাগ। ১০০ রানের মাথায়ই ৪ উইকেট নাই হয়ে যায় ভারতের। আইরিশ ক্রিকেটারদের আত্মবিশ্বাসী মনোভাবের সামনে বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের খাবি খেতে দেখাতে অনেকেই আরেকটি আইরিশ রূপকথার পুনরাবৃত্তির স্বপ্ন দেখছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। বোলিংয়ে ৫ উইকেট সংগ্রহের পর ব্যাট হাতে ৫০ রান করে ভারতীয়দের জয় নিশ্চিত করেন যুবরাজ। তবে এ জন্য তাদের খেলতে হয়েছে ৪৬ ওভার পর্যন্ত। ম্যান অফ দ্যা ম্যাচও তিনি হন আয়ারল্যান্ড ওভার - ৪৭.৫ মোট রান - ২০৭ ভারত ওভার - ৪৬ মোট রান - ২১০/৫ ---------------------------------------------------------------------------------- বিশ্বকাপ উপলক্ষ্যে সামহোয়ারইনব্লগ এবং বিডিস্পোর্টসনিউজডটকম এর যৌথ উদ্যোগে এই লাইভ নিউজ প্রচার করা হচ্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.