আমাদের কথা খুঁজে নিন

   

রিভিউ : কবি হাসান মাহমুদ ও চঞ্চলা চঞ্চুর দুটি কবিতার বই

গভীর কিছু শেখার আছে ....
কবি হাসান মাহমুদের ‘চোখের মতো চিহ্নগুলো’ আদর্শ প্রকাশনী থেকে একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও সাংবাদিক হাসান মাহমুদের কবিতার বই ‘চোখের মতো চিহ্নগুলো’। কাব্য গ্রন্থে ৪০টি কবিতা রয়েছে। বইটির প্রতিটি কবিতাই জীবনের কথা বলে। কবি চলমান সমাজের বাস্তবতার নানা প্রতিরুপকে তার কবিতায় তুলে এনেছেন। তার কবিতায় খুঁজে পাওয়া যায় নানা সময়ের নানা ঘটনার কাব্যিক রুপ।

কবির কাব্যে একদিকে যেমন আছে হতাশার সুর, অন্যদিকে তাতে পাওয়া যায় আশার আলো। ‘সকালবেলার পাখি’ কবিতার শেষ পক্ততিতে কবি তেমনি ভাবে বলেছেন- “নিসর্গের উদার পাঠশালায় এখনো শিক্ষার্থীরা বয়স ভুলে/মেঝেতে গড়াগড়ি খায়, বাবরী-বসনে স্থির দুখু মিয়ার/চোখে চোখ রেখে কোরাস তোলে তারা-/‘আমি হব সকালবেলার পাখি.../আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে’...?” (পৃষ্ঠা- ৩৫)। প্রবাসী বন্ধুদের উদ্দেশ্যে ‘যৌথ যাব’, কবি রহমান হেনরীকে ‘একটি বাক্য শ্রবণের পর যা যা মনে হয়...’, শিল্পী অমল বোসকে ‘জীবনের বীজ’ এবং অভিনেত্রী-উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়াকে ‘মূল্য-অভিসার’ কবিতাগুলো উৎসর্গ করেছেন কবি তার এই গ্রন্থে। ভারতীয় বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী কিশোরী ফেলানীকে নিয়ে কবি তার গ্রন্থের শেষ কবিতা ‘ফেলানী’-তে দেখিয়েছেন মানবতার জন্যও কবিতার আবেদন চিরন্তন। চঞ্চলা চঞ্চুর ‘গোপন রামধনু’ আগামী প্রকাশনী থেকে একুশে বইমেলার শেষ সপ্তাহে প্রকাশিত হয়েছে চঞ্চলা চঞ্চুর ১৫তম কবিতার বই ‘গোপন রামধনু’।

কাব্য গ্রন্থে ১৯৩টি কবিতা রয়েছে। প্রতিটি কবিতা তার নিজ নিজ কাঠামো ও ভাব-বিন্যাসে সতন্ত্র। কবিতাগুলোর গাঁথুনিতে ছান্দিকতার পাশাপাশি কবির মনন ও ব্যঞ্জনার প্রতিফল দেখা যায়। কবিতার ভেতর যেমন প্রেম-ভালবাসার নিখাদ রূপ পাওয়া যায়, তেমনি না পাওয়ার হাহাকার ও বেদনার চিত্রও পরিলক্ষিত হয়। জীবনের নানা চিত্র-বিচিত্র দিকের সমাহার খুঁজে পাওয়া যায় কবিতাগুলোতে।

মানব-মানবীর পারস্পরিক মনতাস্তিক বিশ্লেষণের চিত্রও কবি তার কাব্যে ফুটিয়ে তুলবার প্রয়াস চালিয়েছেন। তার কবিতার ছত্র থেকেই যেমনটি দেখতে পাই- “পৃথিবী চাই তুমি থাকলে/পেছনে যাই তুমি ডাকলে। ” (কবিতা- তুমি থাকলে, পৃষ্ঠা-১৪০)। আবার প্রচলিত সমাজ কাঠামোর বিরুদ্ধেও কবির লেখনি দেখা যায়- “হাত চেও না/হাত কাঁপছে শোকে/আমার সব ইচ্ছেগুলো/শাসন করে লোকে/হাত চেও না, হাত অন্য হাতে/ওটা সমাজ, ওটা আমার/ জাবর কাটি দাঁতে। ” (কবিতা- সমাজ, পৃষ্ঠা-৯১) ছান্দনিক কবিতাগুলো কাব্যপ্রেমীদের পঠনের পাশাপাশি চিন্তার খোড়াক জোগাবে।

দৈনিক জনকণ্ঠে প্রকাশিত
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.