আমাদের কথা খুঁজে নিন

   

Being Human...

অনেকদিন আগে ব্লগটা খুলেছিলাম...অনেক কথা লেখার ছিল...কিন্তু লেখা হয়নি। এখন ভাবছি লিখব...আগেই লেখা উচিত ছিল!

ছেলেবেলায় স্বপ্ন ছিল একদিন বিখ্যাত হওয়ার...তখন অনেক ছোট ছিলাম, বুঝতামনা...জগতটা স্বপ্নময় মনে হতো। সেই স্বপ্ন, বয়স কুড়িতে এসে বদলে গেল! ভাল Institute এ পড়ছি...আশে-পাশে সব rich friends...সবাই অনেক খরচা করে, বাসা থেকে গোনা টাকা পকেট মানি...আমি পারি না। মনে হল...নাহ rich হতে হবে। কিন্তু এরপর job করতে শুরু করলাম।

আমার অনেক বন্ধুদের আগেই self dependent হয়ে গেলাম। Rich না হলেও মনে হতে লাগল, যেমন আছি, খারাপ তো নেই...মন্দ কী! এরপর দিন গেল, মাস...বছর...আমি প্রকৃত অর্থে বড় হতে লাগলাম। এরই মাঝে ভাল দিন এসছে, মন্দ সময়ও পাড় করেছি অনেক। দেশে-বিদেশে অনেক ঘটনা-দূর্ঘটনার মধ্যে দিয়ে এগোতে হয়েছে। একটু একটু করে বুঝতে শিখছিলাম জীবনের মানে।

আমার মানুষ পর্যবেক্ষণ ক্ষমতা ভাল ছিল। যার সাথেই মিশি তার ভেতরটা দেখার চেষ্টা করেছি। মানুষ ও তাদের জীবনের ব্যাপারে আমার আগ্রহ বেড়ে গেল...বুঝতে চাইতাম আমার আশে-পাশের মানুষদের। সেই সাথে আত্মউপলদ্ধি, আত্মবিশ্লেষণ তো আছেই। মনে হাজার প্রশ্ন...কিন্তু উত্তর কোথায়? অনেক রকম, অনেক দেশী মানুষদের সাথে মিশছি...অনেক কষ্ট, অনেক পাওয়া, অনেক ঘটনা, অনেক বই, অনেক ছবি... এভাবে আস্তে আস্তে আমি বদলাতে লাগলাম।

আমার কাছে আমার priority’র সংজ্ঞা বদলাতে লাগল। আমার মনে হল, কোন কিছুই অতোটা important না, যতোটা important একজন ভাল মানুষ হওয়া। সেই থেকে শুরু...সে এক বিরামহীন প্রক্রিয়া। আজও চলছে। কারণ দেখো, আমরা জীবনে যাই হতে চাই না কেন, প্রথমে কিন্তু আমাদের একজন ভাল মানুষ হতে হবে।

এর কোন বিকল্প নেই। You can be rich or famous for the time being, but if u r not a good human being, eventually everything will fall apart! Sooner or later. আর সেই জীবনই বা কি যে জীবনে মানুষের ভালবাসা পাওয়া যায় না! Guys I donno about u, but I love being loved আর ভাল মানুষ না হলে ভালবাসবেটা কে? এই ভাল মানুষ হওয়ার অন্তহীণ প্রক্রিয়ায় কতোটা এগিয়েছি, এটা আমার আশে-পাশের মানুষরা বলতে পারবে। আমি শুধু এটুকু জানি, যে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি...প্রক্রিয়ায় আছি। আর হ্যাঁ, you can give a try too…because it’s worth trying. I can guarantee, end of the day, you’ll feel great!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।