আমাদের কথা খুঁজে নিন

   

সব রাজাকার নিপাত যাক

‘দাত হলুদ হয়ে গেলে বাদামী টাই পড়বেন’ রাজাকারের দল করেছিল অত্যাচার একাত্তর সালে ভুলিনি সেই শহীদদের স্মৃতি ভুলবোনা কোন কালে রক্তচোষা রাজাকার ভোল পালটিয়ে সাজতে চেয়েছে ভালো বেয়াল্লিশ বছর কেটেছে এভাবে আঁধার রাত্রি দিনের আলো দালালেরা ঘুরেছে বুক উচিয়ে পুড়েছে পতাকা রাস্ট্র চালিয়ে দোররা বলেছে ওরা কবিতা লিখে যারা ভ্রষ্ট আওয়ামী বিএনপি আজীবন করেছে প্রসহন ও পিছলামী আস্কারা পেয়ে তাই সংসদেও গেছে জামাতে ইসলামী সাইদি ছাগু গেছে চাঁদের বুকে করিতে গন্ধমের চাষ রায় মহাসয় দিয়েছে বলিয়া সে রাজাকার ছিল খাস কাদের মোল্লায় একাত্তরে ছিল নরপশুদের রাজা ফাসির গোল্লায় ঝুলিয়ে দিতে হবে একে সাজা মৃত্যু তোরণ গড়েছি তোদের আমরা মুক্তিকামী তরুনদল মুছে যাবে এবার আমার বাংলা মায়ের চোখের জল ফেসবুকে আমি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.