আমাদের কথা খুঁজে নিন

   

স্কুলপাঠ্য বইয়ের ডিজিটাল ই-বই ডাউনলোড করার জন্য উন্মুক্ত

আমি কাকে ভালবাসি তা ভাবিনা , যে আমাকে ভালবাসে তাকে ভাবি

বাংলা ভাষায় ই বুক এর প্রচলন ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। কয়েকটি লিনাক্স সহায়িকা ও কয়েকজন উদীয়মান সাহিত্যিকের বই অনলাইন থেকে ই-বই হিসেবে আমরা ইতিমধ্যেই ডাউনলোড করার সুযোগ পেরেছি। আর অবৈধভাবে শেয়ার করা জনপ্রিয় উপন্যাসগুলোর কথা না হয় বাদই দিলাম। অর্থাৎ আমি যা বলতে চাচ্ছি তা হলো যে ইন্টারনেট ব্যবহারকারী বাংলা ভাষাভাষীদের কাছে ডিজিটাল বই এখন আর তেমন অপরিচিত কিছু নয়। তারা জানেন যে বই এখন আর শুধু হার্ডকপি নয়, ডিজিটাল কপিতেও পাওয়া যায়।

Download bangla digital academic ebooks from government nctb website. বর্তমান সরকার ডিজিটাল বইয়ের ধারণাটিকে অনুধাবন করতে পেরেছেন। আর তাদের এই সচেতনতার প্রভাব পড়েছে পাঠ্যবইয়ের সহজলভ্যতাতে। সম্প্রতি বাংলাদেশ সরকার প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর সকল বইয়ের ডিজিটাল কপি (ই বই) ওয়েবসাইটে সবার জন্য উন্মুক্ত করেছেন। বিশ্বের যে কোন স্থান থেকে ঘরে বসে ইন্টারনেট থেকে এই বইগুলো ডাউনলোড করা যাবে। বর্তমান সরকারের এই পদক্ষেপ দেশের জনগণের মধ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহারে নতুন উৎসাহের যোগান দেবে সন্দেহ নেই।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (NCTB) ওয়েবসাইটে রাখা বইগুলো পিডিএফ ফাইল হিসেবে রাখা হয়েছে। বইগুলো ডাউনলোড ও ব্যবহার করার জন্য কোন মূল্য পরিশোধ করতে হবে না। সম্পূর্ণ বিনেপয়সায় বইগুলো যে কেউ ডাউনলোড ও ব্যবহার করতে পারবে। All books are free to download and share and print. copy them and pass to other. মূল ওয়েবসাইট লোড হতে বেশ সময় নেয়। তাই সবকটি বইয়ের লিংক পাঠকসাধারণের সুবিধার্থে এখানে প্রকাশ করলাম।

GO NOW

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।