আমাদের কথা খুঁজে নিন

   

দুই বিচারকের শপথ ‘ঝুলে’ গেল

রাষ্ট্রপতির অনুমোদনের পর ওই দুই বিচারককে নিয়োগে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়, যেখানে বলা হয়েছে শপথের সময় থেকেই এই নিয়োগ কার্যকর হবে।
শপথের সময়সীমা নিয়ে আইনে সুস্পষ্টভাবে কোন কথা না থাকলেও প্রথা অনুযায়ী প্রজ্ঞাপনের এক দুই দিনের মধ্যেই প্রধান বিচারপতি নতুন বিচারকদের শপথ পড়ান।
শপথের দিনই নতুন বিচারকদের নিয়ে হাই কোর্টে বেঞ্চ পুনর্গঠন করা হয়। এ কারণে সুপ্রিম কোর্ট পুরোদমে খোলা থাকা অবস্থায়ই নতুন বিচারকদের শপথ দেয়া হয়।
অবশ্য দেড় মাসের দীর্ঘ অবকাশের আগে একদিন সময় পাওয়ার পরও নতুন দুই বিচারকের শপথ হয়নি।


এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম বলেন, “শপথের বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই। ”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অবকাশে শপথ দেয়ায় আইনে কোন বাধা নাই। তবে এটা হয় না এবং অতীতে কখনো হয়েছে বলে আমি জানি না। ”
বুধবার নিয়োগ পাওয়া নতুন এই দুই বিচারক হলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাশিফা হোসেন।
তাদের নিয়োগ পাওয়ার দিন গণমাধ্যমে খবর আসে সাত জন বিচারক নিয়োগ পাচ্ছেন।


পাঁচজন বাদ পড়ার কারণেই বৃহস্পতিবার শপথ হয়নি বলে সুপ্রিম কোর্টের কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। অবশ্য রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাওয়া হলে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, “আমিতো মনে করি, উনার শপথ প্রদান করা উচিত। ”
বিচারক নিয়োগ দান সম্পর্কে সংবিধানের ৯৫ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগ দান করবেন। ’
প্রধান বিচারপতির সুপারিশ অনুযায়ীই ওই দুই জনকে নিয়োগ দেয়া হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতি সাত জন থেকে দুই জনকে নিয়োগ দিয়েছেন।

প্রধান বিচারপতির সুপারিশের বাইরে থেকে দেননি। সুতরাং এতে আইনগত কোনো সমস্যা নেই। ”
সংবিধান অনুসারে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে এবং সুপ্রিম কোর্টের কোন বিভাগের কোন বিচারকের ক্ষেত্রে প্রধান বিচারপতির শপথ পড়ানোর নিয়ম রয়েছে।
তাদের দুজনকে নিয়ে হাই কোর্টে বিচারকের সংখ্যা দাঁড়ালো ৯০ জনে। বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত মোট ৫০ জন অতিরিক্ত বিচারক নিয়োগ পেয়েছেন, যাদের মধ্যে ৩২ জনকে ইতোমধ্যে স্থায়ী করা হয়েছে।


আগামী ২০ অক্টোবর ১০ জন অতিরিক্ত বিচারকের মেয়াদ দুই বছর পূর্ণ হবে। এছাড়া আগামী জুনে আরো ছয় জনের মেয়াদ শেষ হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।