আমাদের কথা খুঁজে নিন

   

জিপিআইটির ৫১ শতাংশ শেয়ার হস্তান্তর অনুমোদন

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের এক বিশেষ সাধারণ সভায় এ অনুমোদন দেয়া হয়।
গ্রামীণফোনের বোর্ড সদস্য এম শাহজাহানের সভাপতিত্বে ইজিএম পরিচালনা করেন গ্রামীণফোনের কোম্পানি সেক্রেটারি হোসেন সাদাত।
গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় শেয়ারহোল্ডাররা জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত চুক্তি অনুযায়ী অ্যাক্সেনচার বিভি’র কাছে প্রতিটি ১০০ টাকা মূল্যের ৩৮২,৫০০টি শেয়ার হস্তান্তরের অনুমোদন দেন।
বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানকে পরিপূর্ণ আইটি সেবা প্রদানের জন্য ২০১০ সালে গ্রামীণফোনের শতভাগ মালিকানায় জিপিআইটি গঠন করা হয়। অ্যাক্সেনচার বিভি একটি বিশ্বখ্যাত ব্যবস্থাপনা পরামর্শক, প্রযুক্তি সেবা ও আউটসোর্সিং প্রতিষ্ঠান। ১২০টি দেশে প্রায় পৌন তিন লাখ কর্মী রয়েছে প্রতিষ্ঠানটির।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।