আমাদের কথা খুঁজে নিন

   

কসাই-কাহিনী



-আপনি কি অপরাধী? -জানিনা -তাহলে ওরা যে বলে আপনি জেল খেটেছেন,হাজতে থেকেছেন,ওরা কি মিথ্যে বলে? -নাহ,ছিলাম তো,কেন্দ্রীয় কারাগারের খুনী-দাগীদের সাথে ছিলাম তো অনেকদিনই -তাহলে? -তাহলে কি? -সত্যি করে বলেনতো কি করেছিলেন? -একজন ডাক্তার কি করে? -জীবন বাঁচায় -তাই করেছিলাম -দূরর...এটার জন্যে তো নয়ই -এটার জন্যেই -কেন? -আইন ভেঙ্গেছি তাই -পৃথিবীর কোন দেশে জীবন বাঁচালে আইন ভাঙ্গা হয়? -হয়,হয়,এদেশে হয় -প্লীজ,বলেননা সত্যি করে,আসলে কি হয়েছিলো? -কবে,ওই রাতে? -রাতে?....হুমম ওই রাতে ঠিক কি ঘটেছিলো -ওরা এলো -কারা? -ওরা দুজন -কেন এলো ওরা? -বাঁচার আকুতি নিয়ে -কি হয়েছিলো ওদের? -একজনের সারা শরীর ছিলো রক্তে ভেঁজা,বুকের ফুঁটো দিয়ে গলগল করে রক্ত ঝরছিলো,আরেকজন তাকে বয়ে এনেছিলো -তারপর?-আমি মুমূর্ষ মানুষটাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লাম -এরপর -ও বেঁচে গেলো -তো? -এরপর ওরা এলো -ওরা আবার কারা? -আমার চোখমুখ কালো -কাপড়ে ঢেকে যারা আমাকে নিয়ে গেলো -কেন? -আমি ওই মানুষটাকে বাঁচালাম কেন তাই -কেন ওই মানুষটা কে ছিলো? -একজন খুনী,খুন করে পালানোর সময় অসাবধানতাবশতঃ ওর বুকে গুলি লেগেছিলো -আপনি আগেই জানতেন সেটা? -নাহ -আচ্ছা পরের ওরা কারা? -আইনের লোক -আপনার অপরাধ? -কেন ওদের না জানিয়ে,ওদের অনুমতি না নিয়ে আমি ওই খুনীকে বাঁচালাম -এরপর কি হলো? -বহু নিখোঁজ নাটকের শেষে আমাকে আদালতে ওঠানো হলো,সেখান থেকে পাঠানো হলো কারাগারে -sad,very sad -আমি কি অপরাধী? -জানিনা -আচ্ছা এই ভবনটা কয়তলা? -বারো -ভবনের নকশা কে করেছেন? -হবেন হয়তো কোন ইঞ্জিনিয়ার -এই ভবনের নকশা কি রাজউক অনুমোদিত? -জানিনা তো -এই শহরের কটা ভবনের নকশা রাজউক অনুমোদিত? -সর্ব-সাকুল্যে তিরিশ শতাংশ-বাদবাকী? -নকশার ধার ধারে কে? -কেন আইন আছেনা এ ব্যপারে আছে -আছে -তাহলে -আরে ভাই এগুলো নাম করা সব কোম্পানীর তৈরী -কে চালায় এইসব কোম্পানী -এম.ডি,সেলসম্যন,আরো কত লোক আছেন -ওহ,আচ্ছা খাদ্যে ভেঁজাল মেশায় কারা? -অসাধু ব্যবসায়ীরা -কিছু হয়না ওদের? -হয়,মাঝে-মধ্যে দেখি জরিমানা করে,আর অধিকাংশরই কিছু হয়না, -কেন? -ঘুষ-বখরা-চাঁদা আছেনা -হুমম...আচ্ছা এই শহরের কোন আইনজীবি কি পাবলিক প্লেসে সিগারেট খাননা? -যাহ,সে হয় নাকি -কেন আইন আছেনা -আছে,ওসব দেখে কে -আচ্ছা এই যে এইসব নকশা-বহির্ভূত ভবন নির্মাণ,খাদ্যে ভেঁজাল মেশানো,পাবলিক প্লেসে সিগারেট খাওয়ার ফলে কি হয়? -কি হয় মানে? -মানে,এগুলো খারাপ কেন? -বলেন কি,এতে মানুষ মারাও যায় -ওহ,তাই বলেন -আজব তো -আচ্ছা,আমি কি অপরাধী? -আমি কেমনে বলবো? -নাহ মানে আপনার কি মনে হয়ে,একজন মানুষকে বাঁচানো আর শত-সহস্র মানুষের জীবনকে বিপন্ন করা,এই দুইয়ের মধ্যে কোনটা অপরাধ? -আসলে আমার কিছু বলার নেই -হুমম,ওরা প্রতিনিয়তঃ আইন ভেঙ্গে চলছে কিন্তু এতে তো ওরা কিছুই হারাচ্ছেনা,আমি এতকিছু হারালাম কেন? -কি কি হারালেন? -সরকারী চাকুরী,সামাজিক সম্ভ্রম,মানসিক স্থিতি..... -ভাই,থাক -কেন? -কি করবেন বলেন? -কেন,কিছু করার নেই কেন? -আপনি একজন ডাক্তার,আপনার মাথা গরম করা কি মানায়? -তাই বলে ওরা আমার সাদা এপ্রোনে কালি দিয়ে যাবে,আর আমি সেই কালি মুছতেও পারবোনা?ওরা আমার জীবনটাকে অনিশ্চয়তায় ঠেলে দিয়ে যাবে,আর আমি কিচ্ছু করতে পারবোনা? -কি করবেন বলেন? -....হুমম,আসলে তো,কি করবো,মাথা নুইয়ে চুপ করে থাকা ছাড়া তো কিছু করার নেই,কিছু বলতে গেলেই তো আবার গুম হবো-খুন হবো-কাগজের রগরগে খবর হবো,তাইনা ? -হুমম -অথচ কি জানেন,তারপরও ওরা বলবে ডাক্তার একটা কসাই,কি বলেন?....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।