আমাদের কথা খুঁজে নিন

   

মগজ খাটিয়ে বুদ্ধি বাড়ান আর সেইসঙ্গে জিতুন বিরাট বড় পুরুষ্কার-৪



বাংলাদেশে সামুর ৭ জন ব্লগার (নাম বলবনা নাম বললে উনারা মাইন্ড খাবে) একটি বনে বনভোজন করতে গেছে। বনের পাখি, গাছপালা, পাখির ডাক শুনে সবাই মুগ্ধ। হঠাৎ উনারা সবাই সবাইকে হারিয়ে ফেলল। তারা এক অন্যকে খুজঁতে লাগল। একজন ব্লগার অন্যদের খুজঁতে খুজঁতে একটি গুহার ভিতরে প্রবেশ করল এবং দেখতে পেল গুহার ভিতরে অনেকগুলো হীরা পরে রয়েছে।

হীরাগুলো পেয়ে সে খুশী হয়ে হীরা গুলো তার সাথে থাকা ব্যাগে ভরতে থাকল এই মুহুর্তে আরেকজন ব্লগার এখানে এসে পরল এবং দুজন মিলে ভাগ করে নিজেদের ব্যাগে হীরা ভরতে থাকল। ভাগ করা শেষ হলে দেখা গেল একটি হীরা বেশী রয়ে গেছে। ঐ অবস্থায় আরেকজন ব্লগার এস উপস্থিত হল এবং তিনজন মিলে ভাগ করার পরও দেখা গেল ১টি হীরা বেশী থেকে যাচ্ছে। তারপর ৪র্থ ৫ম ও ৬ষ্ট ব্লগার আসল এবং ঐভাবে ভাগ করার পরও দেখা গেল ১টি হীরা বেশী থেকে যাচ্ছে। যখন ৭ম ব্লগার আসল তখন তারা হীরাগুলো আবার ভাগ করল এবং এবার সমান ভাবে ভাগ হয়ে গেল।

কোন হীরা আর অবশিষ্ট রইলনা এবং তারা হীরা নিয়ে খুশী মনে এসে আবার ব্লগে আড্ডা দিতে থাকল। সর্বনিম্ন কয়টি হীরা ছিল কিভাবে বন্টন হল ????? আজকের সঠিক উত্তরদাতার জন্য রয়েছে বাংলাদেশের কালকের ক্রিকেট খেলা টিভি বসে দেখার বিশেষ সুযোগ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।