আমাদের কথা খুঁজে নিন

   

১৩৮ রানে অল আউট হলো কানাডা

প্রথম ইউনিকোড ভিত্তিক অনলাইন বাংলা স্পোর্টস পত্রিকা

বিডিস্পোর্টসনিউজ ডেস্কঃ ৪৩ ওভার, ১৮৪ রানে অল আউট পাকিস্তান। দলের সর্বোচ্চ রান এসেছে উমর আকমলের ব্যাট থেকে। তিনি করেছেন ৬৮ বলে ৪৮ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে মিসবাহর ব্যাট থেকে তিনি করেন ৬৮ বলে ৩৮ রান। এতেই বোঝা যায় পাকিস্তান দলের আজকের ব্যাটিং বিপর্যয় সম্পর্কে।

প্রতিপক্ষ দল কানাডা। ভ্রু কুঁচকে উঠলেও আজকের খেলায় ক্রিকেটের ছোট দল কানাডা পাকিস্তানকে ১৮৪ রানে বেঁধে ফেলেছে। কানাডার হয়ে বেইডওয়ান নেন ৮ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট। এছাড়া চিমা, বালাজি রাও এবং হান্সরা নেন ২ টি করে উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারালেও সুরাকারীর ২৭ এবং হান্সরার ৪৩ রানের সৌজন্যে একসময় জয়ের স্বপ্ন দেখছিলো কানাডা।

কিন্তু আফ্রিদীর স্পিন বোলিংয়ের সামনে অসহায় পরে কানাডা। এই অলরাউন্ডার ১০ ওভারে ২৩ রান দিয়ে ৫ উইকেট নিয়ে কানাডার জয়ের স্বপ্ন মুছে দেন। ম্যান অফ দ্যা ম্যাচও হন তিনি। পাকিস্তান ৪৬ রানে ম্যাচ জিতে যায়। পাকিস্তান ওভার - ৪৩ মোট রান - ১৮৪ কানাডা ওভার - ৪২.৫ মোট রান - ১৩৮/১০ ---------------------------------------------------------------------------------- বিশ্বকাপ উপলক্ষ্যে সামহোয়ারইনব্লগ এবং বিডিস্পোর্টসনিউজডটকম এর যৌথ উদ্যোগে এই লাইভ নিউজ প্রচার করা হচ্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।