আমাদের কথা খুঁজে নিন

   

চিপায় পরে চর্যাপদ চর্চা



টালত মোর ঘর নাহি পড়বেশী হাড়ীত ভাত নাহি নিতি আবেশী। । বেঙ্গ সংসার বডহিল জাঅ। দুহিল দুধ কি বেন্টে ষামায়। ।

অর্থ : টিলার উপর আমার ঘর কোন প্রতিবেশী নেই। হাড়িতে আমার ভাত নেই তাই প্রতিদিন উপোস করে থাকতে হয়। ব্যাঙ্গের মত আমার সংসার বাড়ছে। আর গাভির যে দুধ দোহন করা হচ্ছে তা আবার ফিরে যাচ্ছে গাভির বাটে। চর্যাপদের যুগে জনৈক কবি নিজের সংসারে ছবি মর্মস্পর্শী একছেন তার এ পদে।

কবির সে দুঃখ আজ নিজের অবস্থার সাথে তুলনা করে হাড়ে হাড়ে অনুভব করতে পারছি। আমি আজ থেকে প্রায় চার হাজার বছর আগের কবির এ দূঃখ এখনও নিজের মধ্যে টের পাচ্ছি। তবে আমি তো কবি নই তাবি কবির ভষায় নিজের দূঃখ আর আমার পাওয়া না পাওয়ার একটা দীর্ঘঃশ্বাস ছারলাম। কবি তবু কবিতায় নিজের কষ্টের কথা লিখে নিজেকে হালকা করেছন কিন্তু আমার এ ব্যথা আমি হালকা করব কিসে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।