আমাদের কথা খুঁজে নিন

   

লেন্সের অনুভূতিগুলো: ইন্দোনেশিয়া

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

একদা আমারো হইয়াছিল ইন্দোনেশিয়া ভ্রমণের সৌভাগ্য, এইতো সপ্তাহ দুয়েক আগেই। ব্লগের বোনভাইবেরাদারগো লগে কাহীনি শেয়ার না করলে কিছুতেই পেট ভরতেছেনা। তাইলে শুরু করি কি কন? ঢাকা থেকে প্লেনে উঠছি মধ্যরাতে ফলে সেই ছবি দেওনের মানেই হয় না।

এইটা জাকার্তা যাবা পথের ছবি। ভোরের দিকে যখন কেএল এ পৌছলাম তখন আলো উঁকিঝুঁকি দিচ্ছে যন্ত্র পাখির ডানায়। পরিষ্কার ঝকঝকে কেএল এয়ারপোর্ট, নানান মানুষের ছায়া। যদিও আমার ভালো লাগেনি। কেন জানি অমানবিক মনে হয়েছে।

এর চেয়ে জার্কার্তা অনেক মানবিক, কাছে টানে। কেএল রানওয়ে ভিউ। টপ ভিউ মেঘেদের চাষবাস, পেরিয়ে জাকার্তা পৌছানো। আর ইমিগ্রেশনে দু ঘন্টা ধরে নিদারূণ যুদ্ধ। সে এক ইতিহাস।

অবশেষে হোটেলে পৌছানো। সহযাত্রী টিমমেট। ছবিটা গ্র্যান্ড কেমাঙ্গে তোলা। লবি, গ্র্যান্ড কেমাঙ্গ। শহরের ছাদে প্রকৃতির অভিক্ষেপ।

একটুকরো বাঙলাদেশ অবশেষে জাকার্তার আড়ঙ এ। কি যে চমৎকার কাজ, আমি অভিভূত। তিনিও আছেন ধারে কাছেই। আমাদের গৌতম আমাদের বুদ্ধ। ডমেস্টিক, টার্মিনাল ৩ এ।

কি চমৎকার আলো যে ছিল পাতার ফাঁক দিয়ে। আর পিলার জুড়ে কারুকার্য এরপর চোখ মেলতেই বালি ঢুকে পড়া কারুশিল্পের ভেতরে এই ছবিটা দেবো কি দেবো না ভাবছিলাম, তখন হুট করে মনে পড়ে গেল ডিসকো বান্দরের কথা। কোন মিল খুঁজে পাওয়া নিতান্তই কাকতালীয়। কি চমৎকার টিনের কাজ ওল্ড সেইলর বসে আছেন গল্প শোনানোর জন্য দেয়ালগুলোও তো কথা বলে। বালিতে পর্যটনের জন্য যেটা করেছে সেটা হল প্রতিটি নতুন বিল্ডিং পুরোনো আর্কিটেকচার এর ধরণেই তৈরি করা যাতে রেট্রো ইমেজটা থাকে।

হিংস্রতার শিল্প মনে হয় একেই বলে অথবা শিল্পময় মাটি এটা দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম পর্যটন চুম্বক হয়ে ওঠা মনে হয়ে একেই বলে। আমাদের দেশও এমনটা করতে পারে। যেখানেই তাকাই অসামান্য কাঠের কাজ নানান সংস্কৃতির মিলনস্থল সেই আদি কাঠামো বয়স্কদের দলবেঁধে সমুদ্র স্নান তো রোজকার অভ্যাস আর নীল! আহ! ভাষাময় জল পাহাড়ের উপর থেকে দেখা দ্বীপ। স্বপ্ন দ্বীপ কি চমৎকার ভালোবাসা। মৃত প্রিয়জনরা যাতে রোদেজলে কষ্ট না পায় এজন্য ছাতা দিয়ে দেবার চল।

বাহ বাহ। আবার সমুদ্র, আমার সমুদ্র মন্দিরের পাথুরে শিল্প সমুদ্রে জলজ চাষ দরজার কারুকাজ লুকোনো মন্দির প্রিয় ছায়া বৃক্ষ তুমি কথা বল সমুদ্র ডাকে আয় আয় সমুদ্র বলে ফিরে চল রাত বলে আরেকটু থাকো আকাশ বলে চল ফিরে চল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.