আমাদের কথা খুঁজে নিন

   

অব্যাহত দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

বাংলার জনগন

টানা পঞ্চম দিনের দরপতনের ঘটনায় বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা আজ সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ শুরু করেন। আজ সোমবার লেনদেনের প্রথম ঘণ্টা শেষে সাধারণ সূচক ২০০ পয়েন্টের বেশি কমে গেলে তাঁরা ডিএসইর সামনের সড়ক অবরোধ করে মিছিল শুরু করেন। পরে বেলা দুইটার দিকে পুলিশ রাস্তা থেকে বিনিয়োগকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। বিক্ষোভের সময় মতিঝিলে ইত্তেফাক মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পাশাপাশি বিনিয়োগকারীরা অর্থমন্ত্রী, এসইসি ও ডিএসইর কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান দেন।

আজ ডিএসইতে দিনের লেনদেন শেষে সাধারণ সূচক ২৬০.২৭ পয়েন্ট কমে পাঁচ হাজার ২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন শুরুর সাত মিনিটের দিকে সূচক ১৪৫ পয়েন্ট কমে যায়। এর পাঁচ মিনিট পর সূচক কমে ১৮১ পয়েন্ট। এভাবে ডিএসই ও ডিএসইতে দিনভর সূচক কমতে থাকে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এদিকে অব্যাহত দরপতনে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

তাঁরা কাল প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন। ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) জানিয়েছে, আজ এক সভায় সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, সাধারণ বীমা করপোরেশন ও আইসিবির শেয়ার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। আজ মোট ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৩০টির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত ছিল নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

মোট লেনদেন হয় ৪৮৯ কোটি টাকার। অন্যদিকে সিএসইতে সাধারণ সূচক ৭২৫.৯২ পয়েন্ট কমে সার্বিক মূল্যসূচক ১৪,৬৮৪.১২ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট লেনদেন হয়েছে ১৮২টি প্রতিষ্ঠানের। এর মধ্যে বেড়েছে ১৩টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৬৬ কোটি ৩০ লাখ ৪৭ হাজার ৪২০ টাকার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।